ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে মুক্ত হলো নীলফামারীর গোড়গ্রাম ইউপি

প্রকাশিত: ২৩:০৬, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

বাল্যবিয়ে মুক্ত হলো নীলফামারীর গোড়গ্রাম ইউপি

স্টাফ রির্পোটার, নীলফামারী॥ নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নটিকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে গোড়গ্রাম কিত্তনিয়াপাড়া স্কুল মাঠে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শীর্ষক গণসমাবেশে এ ঘোষণা দেন নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন। বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত উপজেলা ঘোষণার উদ্যোক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলীর সভাপতিত্বে গণ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী,সহকারি পুলিশ সুপার ফিরোজ কবির, সদর থানার ওসি শাহজাহান পাশা প্রমুখ। গণসমাবেশে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অবিভাবকসহ স্থানীয় সুধিজনরা উপস্থিত ছিলেন। সদর ইউএনও সাবেত আলী জানান, গত রবিবার চওড়্ড়াগাছা ইউনিয়নকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়। আসছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সদর উপজেলাকে বাল্য বিয়ে, যৌতুক ও মাদকমুক্ত হিসেবে ঘোষণা করা হবে। এরই ধারাবাহিকতায় সদর উপজেলার ১৫টি ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি জানান, পর্যায়ক্রমে সব ইউনিয়ন বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত হিসেবে ঘোষণা শেষে বর্ণিল আয়োজনে সদর উপজেলাকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
×