ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ সচিবদের দিনব্যাপী কর্মবিরতি

প্রকাশিত: ২২:৫৪, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ সচিবদের দিনব্যাপী কর্মবিরতি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ পদবী পরিবর্তন, ১০ম গ্রেড স্কেলে কর্মকর্তার মর্যাদা, সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন ও পারিবারিক পেনশনের ব্যবস্থাসহ ৩ দফা দাবিতে ঠাকুরগাঁও জেলার ৫৩টি ইউনিয়ন পরিষদ সচিবগন দিনব্যাপী কর্মবিরতি কর্মসূচি পালন করেছে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ওই কর্মবিরতি কর্মসূচি চলে। এ সময় বক্তব্য রাখেন, বাপসা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সুমন, সাধারন সম্পাদক ফিরোজুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক তাপস কুমার সরকার, সদস্য লুৎফল কবির । বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তন ও দশম গ্রেড স্কেলে কর্মকর্তাদের মর্যাদা, শতভাগ বেতন-ভাতাসহ সকল সুবিধাদী সরকারি কোষাগার থেকে প্রদান এবং আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন সংক্রান্ত তিন দফা দাবি তুলে ধরা হয়। দ্রুত এসব দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলন করা হবে বলে ঘোষণা দেন।
×