ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যশোরের পুলিশ সুপার অপসারণের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

প্রকাশিত: ২২:৩০, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

যশোরের পুলিশ সুপার অপসারণের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশ সুপার আনিসুর রহমান বেপরোয়া হয়ে উঠেছেন। তিনি যশোরের সবশ্রেণী পেশার মানুষের কাছে আতংকে পরিণত হয়েছেন। মানুষকে হয়রানি, মিথ্যা মামলা, উচ্ছেদ ও হুমকি দিয়ে কণ্ঠরোধের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। সাংবাদিকদের সঙ্গে তিনি চরম অসৌজন্যমূলক আচরণ করেছেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা অব্যাহত রেখেছেন তিনি। নেতৃবৃন্দ উল্লেখ করেন, অতীতে কেউ যশোরবাসীর সঙ্গে এমন আচরণ করে টিকে থাকতে পারেনি। তার অপকর্মের বিরুদ্ধে যশোরবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করেন। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডিএম শাহিদুজ্জামান, সিনিয়র সাংবাদিক ফখরে আলম, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য ওহাবুজ্জামন ঝন্টু, সাকিরুল কবীর রিটন ও এইচআর তুহিন। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএফইজে ও প্রেসক্লাবের সহ-সভাপতি মনোতোষ বসু, বিএফইজে’র সাবেক সহ-সভাপতি সাজেদ রহমান বকুল, সাবেক যুগ্ম মহাসচিব ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, বিএফইউজে সদস্য প্রণব দাস ও মনিরুজ্জামান মুনির, জেইউজে সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, সাজ্জাদ গণি খান রিমন প্রমুখ।
×