ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাদুল্যাপুরে অপহৃত কলেজছাত্রী ৯ দিন পর উদ্ধার

প্রকাশিত: ২১:০২, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

সাদুল্যাপুরে অপহৃত কলেজছাত্রী ৯ দিন পর উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর মন্দুয়ারপাড়া গ্রামের কলেজছাত্রী শারমিন আকতার (২০) কে অপহরণের ৯ দিন পর বগুড়ার আজিজুল হক কলেজ এলাকার জামিলনগর থেকে রোববার সন্ধ্যায় তাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী গণেশ চন্দ্র বর্মণ (২৮) কে গ্রেফতার করা হয়। গণেশ চন্দ বর্মণ একই উপজেলার দামোদরপুর গ্রামের ফনি চন্দ্র বর্মণের ছেলে। অপহৃত শারমিন আকতার একই ইউনিয়নের মন্দুয়ারপাড়া গ্রামের সাহেব উদ্দিনের মেয়ে ও নলডাঙ্গা ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী। এরআগে, সেনাবাহিনীতে কর্মরত এক সৈনিকের সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২০ ফেব্র“য়ারী বাড়ি থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় গণেশ চন্দ্র বর্মণ। পুলিশ জানায়, শারমিন অপহরণের ঘটনায় তার বাবা সাহেব উদ্দিন গণেশ চন্দ্রসহ ৫ জনকে অজ্ঞাত আসামি করে ২১ ফেব্র“য়ারী রাতে সাদুল্যাপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। গোপন খবরের ভিত্তিতে অপহৃতাকে উদ্ধার করতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রোববার সন্ধ্যায় বগুড়া থেকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
×