ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সূচকের পতনে লেনদেন চলছে

প্রকাশিত: ১৯:৫৩, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

সূচকের পতনে লেনদেন চলছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত পতনে লেনদেন চলছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে মিশ্র ধারায়। এদিন ডিএসইতে প্রথম ঘণ্টায় ১১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি টাকার শেয়ার। ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই’র তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৭টি কোম্পানির শেয়ারের। আর দর কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১০৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৩০ পয়েন্টে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক দশমিক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৯৬ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।
×