ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে উচ্চাঙ্গ সঙ্গীতের আসর

প্রকাশিত: ১৯:৫২, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

মুন্সীগঞ্জে উচ্চাঙ্গ সঙ্গীতের আসর

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে বহু দিনপর উচ্চাঙ্গ সঙ্গীতের আসর বসেছিল রবিবার রাতে। এতে ড. শিউলী ভট্রাচার্য রাগ যিন্যোটী ও রাগ ভাটিয়ালীর সুর বেহালায় পরিবেশন করে সকলকে তাগ লাগিয়ে দেন। বেহালা নিয়ে তাকে সহায়তা করেন আনোয়ার হোসেন ও মেহজরবি হোসেন অপু। তবলায় ছিলেন মীর নাকিবুল ইসলাম। এর আগে তবলায় লহরা পরিবেশন করেন মীর নাকিবুল ইসলাম আর রাগ রাগ বেহাগ ও রাগ যোগ পরিবেশন করেন অভিজিৎ কুন্ডু। রাগ মালকোষ পরিবেশন করেন স্থানীয় শিল্পী শাহিন মো. আমানুল্লাহ তাকে তবলায় সঙ্গত করেন কমল ব্যানার্জী। দীর্ঘ রাত পর্যন্ত পুরো অনুষ্ঠানের সঞ্চালনা করে অভিজিৎ দাস ববি। আত্ম প্রকাশের প্রথম দিনেই “সারং সাংস্কৃতিক পরিষদ” শহরের মুক্তিযোদ্ধা ভবনের রিস্তা মিলনায়তনে মনকার এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন খান। সংগঠনটির সভঅপতি শেখ মো. শিমুলেল সভাপতিত্বে এতে আরও অংশ নেন অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, অধ্যাপক সুনির্মল চক্রবর্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ কাদের মোল্লা, মেয়র পতœী আইরিন ফয়সাল চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক তানভীর হাসান, গ্রপ থিয়োটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকির প্রমুখ।
×