ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্কারে সেরা গান স্যাম স্মিথের

প্রকাশিত: ১৯:৪৪, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

অস্কারে সেরা গান স্যাম স্মিথের

অনলাইন ডেস্ক ॥ জেমস বন্ড ছবির গান গাওয়ার জন্য অ্যাডেলের পর এবার অস্কার জিতলেন স্যাম স্মিথ। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৮তম আসরে সেরা মৌলিক গান হয়েছে তার গাওয়া ‘রাইটিংস অন দ্য ওয়াল’। এটি ব্যবহৃত হয়েছে বন্ড সিরিজের ২৪তম ছবি ‘স্পেক্টর’-এ। বাংলাদেশ সময় সোমবার সকাল সাড়ে ৭টায় লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয় অস্কার অনুষ্ঠান। এটি উপস্থাপনা করছেন হলিউড তারকা ক্রিস রক। এই আয়োজন সরাসরি দেখানো হয়েছে স্টার মুভিজ চ্যানেলে। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কার অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন ক্রিস রক। এরপরই ‘রাইটিংস অন দ্য ওয়াল’ গানটি পরিবেশন করেন স্যাম স্মিথ। জেমস বন্ড সিরিজের ২৩তম ছবি 'স্কাইফল'-এর শিরোনাম-সংগীত গাওয়ার জন্য ২০১৩ সালে অস্কার জেতেন অ্যাডেল। বন্ডের খাতায় অস্কারের সংখ্যাটা স্যাম স্মিথ বাড়িয়ে দিলেন আরেকটু। এবারের অস্কারে সেরা মৌলিক গান বিভাগে আরও মনোনয়ন পেয়েছিলো লেডি গাগার ‘টিল ইট হ্যাপেনস টু ইউ’ (দ্য হান্টিং গ্রাউন্ড), দ্য উইকেন্ডের ‘আর্নড ইট’ (ফিফটি শেডস অব গ্রে), ‘মান্টা রে’ (রেসিং এক্সটিংশন), ‘সিম্পল সং#থ্রি’ (ইয়ুথ)।
×