ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহজালালে ৪ ডলার ব্যবসায়ীকে কারাদণ্ড

প্রকাশিত: ১৯:১০, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

শাহজালালে ৪ ডলার ব্যবসায়ীকে কারাদণ্ড

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ ডলার ব্যবসার দায়ে চারজনকে কারাদণ্ড প্রদান করেছে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট আদালত। আজ সোমবার সকালে তাদের এ দণ্ড প্রদান করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জানায়, বিদেশগামী যাত্রীদের কাছে চড়া দামে বৈদেশিক মুদ্রা বিক্রি, যাত্রী হয়রানি ও গণউপদ্রব সৃষ্টি করে দণ্ডপ্রাপ্তরা। সকালে বিমানবন্দরের বহির্গমন ৬ নম্বর গেটের বাইরে সুজন আকন্দ (২৯), সাইফুল (৩২), খোরশেদ (২৭) ও মাঈন উদ্দিন (৩৫) আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ। তারা আরও জানায়, সে সময় তাদের দেহ তল্লাশি করে ১৮৫ সৌদি রিয়াল, ৩৫০ মালয়েশিয়ার রিঙ্গিত, ৪০ ইউএস ডলার, সাতটি বাহরাইনের দিনার, ২৮ ওমানের রিয়াল, ৪০ সিঙ্গাপুরের ডলার, ইউনাইটেড আরব আমিরাতের ৬০ দিরহাম, কাতারের ১০ রিয়াল জব্দ করা হয়। আটকদের বিমানবন্দর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বলেও জানায় এপিবিএন।
×