ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লিপ ইয়ারে জন্মদিনের অতীত-বর্তমান

প্রকাশিত: ১৯:০৫, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

লিপ ইয়ারে জন্মদিনের অতীত-বর্তমান

অনলাইন ডেস্ক ॥ বিশ্বজুড়ে সন্তান-সম্ভবা অনেক মায়েদের জন্য সন্তান জন্ম দেয়ার জন্য বেশ অপছন্দের একটি দিন হচ্ছে আজ। লিপ ইয়ারের কারণে এই ২৯ শে ফেব্রুয়ারি তারিখটি ফিরে আসে চার বছর পর পর। সন্তানের জন্মদিন পালনের কথা চিন্তা করে অনেকেই সম্ভব হলে এদিনটি এড়াতে চান। এছাড়াও শল্যচিকিৎসার সুযোগের কারণে অনেকে চেষ্টা করেন কোন একটি বিশেষ দিনে সন্তান জন্ম দেয়ার। বাংলাদেশে চিকিৎসকেরা এধরণের অনুরোধ কতটা পান? ঢাকার একটি বেসরকারি হাসপাতালের গাইনোকলজিস্ট ড. জাকিউর রহমান বলছেন বিশেষ দিনে সন্তান জন্ম দেবার ইচ্ছা বাংলাদেশের শহরাঞ্চলে ক্রমেই বাড়ছে। তবে লিপ ইয়ারে সন্তান জন্মদানের বিষয়টি নিয়ে বাংলাদেশের পরিবারগুলো তেমন একটা সচেতন নয় বলে মনে করেন ড: রহমান। বরং সন্তান কিভাবে জন্ম নেবে, কতটা সুস্থ থাকবে- এসব বিষয় নিয়ে বাংলাদেশের পরিবারগুলো বেশি চিন্তা করে। তিনি বলেন, “ অনেকে মনে করেন যদি সম্ভব হয় তাহলে পহেলা বৈশাখে বা ১৬ই ডিসেম্বরে সন্তান জন্ম দেবার ইচ্ছা পোষণ করেন।” তিনি বলেন, পৃথিবীর কোন কোন দেশে লিপ ইয়ারে বিয়ে করাকে ‘আনলাকি’ মনে করে। আবার কোন কোন দেশে এই দিনটিকে ‘সৌভাগ্যের দিন’ হিসেবে মনে করেন। বাংলাদেশে লিপ ইয়ারে যাদের জন্মদিন পালন করা হয় তাদের মধ্যে সুপরিচিত নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ অন্যতম। তিনি বলছিলেন, চার বছর পর জন্মদিন ফিরে আসার বিষয়টিকে তার কাছে বেশ আনন্দের বলেই মনে হয়। ৬৮ বছরে মামুনুর রশিদের জন্মদিন এসেছে ১৭ বার। তিনি বলেন, “ আমাদের সময় জন্মদিন পালনের রেওয়াজ ছিলনা। লিপ ইয়ারে জন্মদিন নিয়ে তেমন একটা ভাবিনি।” তবে চারবছর পরে জন্মদিন ফিরে আসায় এই দিনটিতে অনেক বেশি শুভেচ্ছা পান মামুনুর রশিদ। কারণ দিন হিসেবে এটি একবারেই ব্যতিক্রম। সূত্র: বিবিসি বাংলা
×