ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপতি লন্ডন পৌঁছেছেন

প্রকাশিত: ০৯:০৫, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

রাষ্ট্রপতি লন্ডন  পৌঁছেছেন

বিডিনিউজ ॥ পচাখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সাত দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রবিবার বেলা ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি। লন্ডন সময় বিকাল সাড়ে ৪টায় তিনি হিথরো বিমানবন্দরে পৌঁছান। লন্ডনে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুকও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ঢাকায় বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান পবসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক পকারের ডিনসহ উর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে গত বছর আগস্টে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন আবদুল হামিদ। সে সময় মুরফিল্ড আই হসপিটালে তিনি চোখের চিকিৎসা নেন এবং বুপা ক্রোমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করান। ৭৩ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমার সমস্যায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায়ও চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুরে যেতে হত তাকে। লন্ডন সফর শেষে আগামী ৭ মার্চ দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
×