ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কলাপাড়ায় খাল দখল

প্রকাশিত: ০৬:৩৪, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

কলাপাড়ায় খাল  দখল

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া থেকে জানান, উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আমতলী খাল দখল করে তোলা হচ্ছে স্থাপনা। ইতোমধ্যে ৭/৮টি স্থাপনা তোলা হয়েছে। বর্তমানে স্থাপনা তোলার কাজ অব্যাহত রয়েছে। কলাপাড়া-কুয়াকাটা বিকল্প সড়কের আমতলী খালের গার্ডার ব্রিজ পার হয়ে গেলেই চোখে পড়বে এসব স্থাপনা। খালটি দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে। পুরনো দোকানিরা স্থাপনার মালিকের নাম পর্যন্ত জানাতে পারেন নি। যেভাবে স্থাপনা তোলা হচ্ছে তাতে একদিকে সড়কের পাশের মনোরম পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি খালটি বেদখল হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় ভূমি প্রশাসনের সহকারী কমিশনার দীপক কুমার রায় জানান, খাল দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান এবিএম হুমায়ূন কবির জানান, তাদের না জানিয়ে এসব স্থাপনা তোলা হচ্ছে।
×