ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আফজাল করিমের আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০৬:১৯, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

আফজাল করিমের আলোকচিত্র প্রদর্শনী

আফজাল করিম , দেশের বিশিষ্ট একজন আলোকচিত্রাচার্য্য। বিগত চল্লিশ বছর ধরে তিনি তার ক্যামেরায় দেশ বিদেশের নানান মুহুর্তের অসংখ্য ছবি তুলেছেন। তবে চল্লিশ বছরের ছবি তোলায় ইতিহাস সৃষ্টি করলেও কখনো তা নিয়ে প্রদর্শনী করেননি তিনি। এবারই প্রথম বরেণ্য এই আলোকচিত্রাচার্য্য নিজের তোলা ছবি নিয়ে গত ১৯ ফেব্রুয়ারি শুক্রবার রাজধানীর ধানমি-স্থ ‘দৃক গ্যালারী’তে একক চিত্রপ্রদর্শনী শুরু করেছেন। তিনদিনব্যাপী এই প্রদর্শনী শেষ হয় গত ২১ ফেব্রুয়ারি। প্রদর্শনীর নাম দেয়া হয় ‘ফোরটি ইয়ার্স অব জার্নি মি এ্যা- মাই ফোকাস’। শুক্রবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকার উত্তর সিটির মেয়র আনিসুল হক ও বিশিষ্ট আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আনিসুল হক বলেন, ‘একটি ছবি হাজার পৃষ্ঠায় লেখা ইতিহাসের চেয়ে অনেক বড়। একটি ছবিই বদলে দিতে পারে মানুষের জীবন। যারা ছবি তোলেন তাদের আমি খুব শ্রদ্ধা করি। কারণ ছবি তোলা অনেক বড় একটি শিল্প। যে মানুষের মনে শিল্পের চর্চা আছে তারা মানষ হিসেবে অসাধারণ। আফজাল করিম আমাদের গর্ব। তার চিত্রপ্রদর্শনীতে এই প্রজন্মের ছেলে মেয়েরা আগের ঢাকাকে দেখতে পাবে।’ চঞ্চল মাহমুদ বলেন,‘ আফজাল ভাই’র প্রথম চিত্রপ্রদর্শণীতে থাকতে পেওে ভীষণ ভালোলেগেছে। তার ক্যামেরার জাদুতে তিনি অনবদ্য কিছু ছবি তুলেছেন যা অনেকের কাছে উদাহরণ হয়ে থাকবে।’ প্রদর্শনীতে এক শতাধিক ছবি স্থান পেয়েছে। আফজাল করিমের জন্ম পুরান ঢাকার আগাসাদেক রোডে। ছোটবেলা থেকেই তিনি ছবি তোলেন। নব্বই দর্শকের শেষ পর্যন্ত তিনি পেশাগতভাবে অসংখ্য ছবি তুলেন। তার ছবির বিষয় সবসময়ই ছিলো প্রকৃতি ও তার খেলা। ২০১২ সাল থেকে বিরতির পর আবারো আফজাল করিম ছবি তোলায় ফিরে আসেন। তিনি সবসময়ই ওয়াইল্ড লাইফ ছবি তুলতে ভালোবাসেন। যাপিত ডেস্ক ছবি : আরিফ আহমেদ
×