ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফাইনালে লাটভিয়ার জেলেনা স্টেফেনকোকে হারান স্প্যানিশ এই টেনিস তারকা

কাতার ওপেনে চ্যাম্পিয়ন সুয়ারেজ নাভারো

প্রকাশিত: ০৫:৪৯, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

কাতার ওপেনে চ্যাম্পিয়ন সুয়ারেজ নাভারো

স্পোর্টস রিপোর্টার ॥ কাতার ওপেনের শিরোপা জিতলেন কার্লা সুয়ারেজ নাভারো। লাটভিয়ার তরুণ প্রতিভাবান খেলোয়াড় জেলেনা স্টেপেনকোকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। সেই সঙ্গে নতুন বছরের প্রথম ট্রফি নিজের শোকেসে তুললেন নাভারো। আর ক্যারিয়ারের দ্বিতীয় শিরোপা। শনিবার দোহায় কাতার ওপেনের ফাইনালে স্প্যানিশ টেনিস তারকা নাভারো ১-৬, ৬-৪ এবং ৬-৪ সেটে পরাজিত করেন স্টেফেনকোকে। অথচ প্রথম সেটে নাভারোকে উড়িয়েই দিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান স্প্যানিয়ার্ড। শেষপর্যন্ত ১ ঘণ্টা ৬০ মিনিট লড়াই করে স্টেফেনকোকে হারিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় শিরোপা জয়ের স্বাদ পান কার্লা সুয়ারেজ নাভারো। এটা নাভারোর ক্যারিয়ারে মাত্র দ্বিতীয় শিরোপা। ক্যারিয়ারের দ্বিতীয় শিরোপা জয়ের প্রভাব পড়েছে তার র‌্যাঙ্কিংয়েও। আজ বিশ্ব টেনিসের নতুন র‌্যাঙ্কিং প্রকাশিত হলে ছয় নাম্বারে উঠে যাবেন তিনি। যার তার ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন। অসামান্য এই অর্জনের পর দারুণ রোমাঞ্চিত কার্লা সুয়ারেজ নাভারো। তার লক্ষ্যই এখন পারফর্মেন্সের এই যে ধারাবাহিকতা তা সবসময়ই ধরে রাখা। গত মৌসুমে উইম্বল্ডনের প্রথম পর্বেই ছিটকে পড়েছিলেন স্পেনের নাভারো। আর সেই পরাজয়ের নৈপথ্যে ছিলেন স্টেফেনকো। যে কারণে কাতার ওপেনের ফাইনাল ম্যাচটা নাভারোর জন্য ছিল প্রতিশোধেরও। আর শেষ পর্যন্ত উইম্বল্ডনে সেই পরাজয়ের প্রতিশোধটাও নিয়ে নিলেন ২৭ বছর বয়সী নাভারো। তবে স্প্যানিশ তারকা স্টেফেনকোর বিপক্ষে জয়টাকে ‘ম্যাজিক্যাল’ বলে মন্তব্য করেছেন স্প্যানিয়ার্ড। এ বিষয়ে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে নাভারো বলেন, ‘এই টুর্নামেন্টটা খুব কঠিন ছিল। তারপরও শিরোপা জেতাটা আমার কাছে অনেক।’ কারণটাও জানালেন তিনি, ‘এখানে বিশ্বের শীর্ষ সারির খেলোয়াড়রা খেলেন। তাছাড়া প্রতিদিনই ম্যাচ থাকে। আর প্রতিদিনই ম্যাচ খেলাটা স্বাভাবিকভাবেই খুব কঠিন কাজ।’ বিশ্বের সব খেলোয়াড়েরই লক্ষ্য থাকে শিরোপা জেতা। যে কোন টুর্নামেন্টের আগে কার্লা সুয়ারেজ নাভারোও সেই স্বপ্ন দেখেন। তবে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশেও জায়গা করে নেয়ার স্বপ্ন বুনতেন তিনি। এবার কাতার ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ছয় নাম্বারে উঠে এলেন নাভারো। যেন ঠিক স্বপ্ন বাস্তবে রূপ নিল এই টেনিস তারকার। এটা যেন স্প্যানিশ টেনিস তারকার জন্য বিশেষ এক অর্জন। এ বিষয়ে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এটা সত্যিই বিস্ময়কর! আমার দীর্ঘদিনের দেখে আসা স্বপ্ন বাস্তবায়ন হওয়ার মতোই। আমি আগেও শীর্ষ দশে ছিলাম কিন্তু ছয় নাম্বারে উঠাটা যেন অন্যরকম এক অভিজ্ঞতা। আমার কাছে এটা বিশেষ এক সংখ্যা।’ অন্যদিকে মাত্র ১৮ বছর বয়স জেলেনা স্টেফেনকোর। কাতার ওপেনের শিরোপা জিততে না পারলেও ফাইনালে উঠেই অনেক কিছু যোগ করেছেন তার অর্জনের তালিকায়। কেননা এই টুর্নামেন্টের ফাইনালে উঠার পথে যে পেত্রা কেভিতোভা এবং ভিতলিনা কুজনেতসোভার মতো খেলোয়াড়দের হারিয়েছেন তিনি। শুধু তাই নয়, বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০ জনেও যে জায়গা করে নিয়েছেন স্টেফেনকো। নাভারোর কাছে ফাইনালে হারের পর নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে লাটভিয়ার এই খেলোয়াড় বলেন, ‘আমার জন্য এই সপ্তাহটা ছিল চমৎকার। আমি শুধু নিজের সেরা খেলাটা দেয়ার চেষ্টা করেছি। আর শীর্ষ ৫০ এ জায়গা পাওয়াটাও আমার জন্য দারুণ। তবে এটা কেবল প্রথম ধাপ। আমার লক্ষ্য আরও উপরে যাওয়ার।’
×