ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘাতকের শাস্তি দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দুই সহোদর হত্যায় সৎ ভাইয়ের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৫:৪০, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

দুই সহোদর হত্যায় সৎ ভাইয়ের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৮ ফেব্রুয়ারি ॥ কুমিল্লায় শিশু শিক্ষার্থী মেহেদী হাসান জয় ও মেজবাউল হক মনি নামের দুই সহোদর হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার গভীর রাতে সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহতদের মা রেখা বেগম। মামলায় ঘাতক সৎ ভাই ঢাকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র মোঃ আল শফিউল ইসলাম ছোটনকে আসামি করা হয়। নিহত শিশুদের ময়নাতদন্ত শেষে রবিবার বাদ যোহর স্থানীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। নামাজে জানাজায় হাজার হাজার শোকার্ত জনতা অংশগ্রহণ করে। এর আগে সকাল ৯টার দিকে ঘাতককে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে নিহত শিশুদের হলিচাইল্ড প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকার লোকজন। এছাড়া স্কুলের পক্ষ থেকে ৩দিনের শোক কর্মসূচী ঘোষণা করা হয়েছে। এদিকে ঘাতককে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে গত শনিবার বিকেলে কুমিল্লা মহানগরীর দক্ষিণ রসুলপুর ঢুলিপাড়ার মুদি মালের ব্যবসায়ী আবুল কালামের প্রথম স্ত্রী রোকেয়া বেগমের ছেলে ঢাকার ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র মোঃ আল শফিউল ইসলাম ছোটন তার সৎ ভাই স্থানীয় হলিচাইল্ড প্রি-ক্যাডেট স্কুলের ১ম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান জয় (৭) ও একই স্কুলের নার্সারি শ্রেণীর ছাত্র মেজবাউল হক মনিকে (৫) গলায় রশি পেঁচিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। পরে উভয়ের লাশ ঘরের খাটের উপর রেখে ঘরের দরজায় তালাবদ্ধ করে পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার গভীর রাতে নিহতদের মা রেখা বেগম বাদী হয়ে সৎ ছেলে ঘাতক ছোটন ও অজ্ঞাতনামা আরও একজনের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ নিহতদের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে দুপুরের দিকে শিশুদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করে। পরে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে রবিবার সকালের দিকে কুমিল্লার জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলামুর রহমান, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল আউয়ালসহ প্রশাসনের কর্মকর্তারা নিহতদের বাড়িতে যান। নিহত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান হলিচাইল্ড প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ আবুল কাশেম জানান, বিদ্যালয়ে কালো পতাকা উত্তোলনসহ তিনদিনের শোক কর্মসূচী, আগামী দুদিন বিদ্যালয় বন্ধ ঘোষণা এবং ৩য় দিন নিহতদের স্মরণে বিদ্যালয়ে মিলাদ ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে। সকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কালোব্যাজ ধারণ করে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। রবিবার দিনভর নিহতদের বাড়িতে শতশত নারী-পুরুষকে ভিড় জমাতে দেখা যায়। আদরের ২ সন্তান হারিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে গোটা পরিবার।
×