ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নো সেলফি জোন

প্রকাশিত: ০৫:৩৮, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

নো সেলফি জোন

হাতে দামি ফোন। সেলফি তুলবেন না, তা কি হয়? বর্তমানে তরুণদের কাছে স্মার্টনেসের প্রতিশব্দই যেন হয়ে গেছে সেলফি। কিন্তু সেলফি তুললেই যদি জরিমানা গুনতে হয়, তবে কি কেউ সেদিকে অগ্রসর হবে? নিশ্চয়ই না। ফেব্রুয়ারি শুরুর দিকের কথা। সৌরভ জগন্নাথ নামে ১৮ বছর বয়সী এক যুবক সেলফি তুলতে গিয়ে মারা যান। পিকনিক করতে গিয়ে ভারতের বলদেবী ড্যামের একটি উঁচু পাথরে উঠে সেলফি তুলছিলেন সৌরভ। আর সেখানে ব্যালান্স রাখতে না পেরে নিচের পানিতে পড়ে প্রাণ হারান তিনি। শুধু ভারত নয়, সেলফি তুলতে গিয়ে বিশ্বে অনেকেরই মৃত্যু হয়েছে। তবে ভারতে মৃত্যুর হারটা সব থেকে বেশি। এই হার কমাতে মুম্বাই চালু করল ‘নো সেলফি জোন’। শহরের ১৬ জায়গাতে সেলফি তোলা নিষিদ্ধ করেছে মুম্বাই। নির্দিষ্ট এসব জায়গায় প্রবেশ করলেই বার শ’ টাকা জরিমানা দিতে হবে। সেখানে সেলফি না তুললেও দিতে হবে ফাইন। -জিনিউজ
×