ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাড়তি ফি নেয়ায় ১২০৯ স্কুলকে শোকজ নোটিস

প্রকাশিত: ০৫:৩৭, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

বাড়তি ফি নেয়ায় ১২০৯ স্কুলকে শোকজ  নোটিস

স্টাফ রিপোর্টার ॥ এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা এক হাজার ২০৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে সরকার। আগামী ২৫ মার্চের মধ্যে এসব প্রতিষ্ঠানকে নোটিসের জবাব দিতে হবে। রবিবার সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ হুঁশিয়ারি দিয়েছেন, জবাব পাওয়ার পর অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এদিকে শিশু শিক্ষার্থীদের নির্যাতন বন্ধে নতুন করে উদ্যোগী হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, শিক্ষার্থীদের নির্যাতন বন্ধে হাইকোর্টের নির্দেশনা পাঠানো হবে ৬৪ হাজার প্রাথমিক বিদ্যালয়ে। রবিবার পৃথক পৃথক সংবাদ সম্মেলনে সরকারের অবস্থানের কথা তুলে ধরেন দুই মন্ত্রী। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফরম পূরণের টাকা আদায়ের বিষয়ে জানিয়েছেন, এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় তিন হাজার ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ নিয়েছিল বলে অভিযোগ পাওয়া যায়। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মেনে ৮০৩টি শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের কাছে ফেরত দিয়েছে। ৯৯৯টি প্রতিষ্ঠান বাড়তি ফি নেয়ার অভিযোগ অস্বীকার করেছে। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষা সচিব সোহরাব হোসাইন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক ড. এসএম ওয়াহিদুজ্জামান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা। শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে বর্ধিত ফি গ্রহণের অভিযোগ আছে এমন তিন হাজার ৩৮টি প্রতিষ্ঠানকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৮৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি ও সমমানের পরীক্ষায় নেয়া অতিরিক্ত ফি ফেরত দিয়েছে।
×