ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আজ আমিরাত পাকিস্তান মুখোমুখি

প্রকাশিত: ০৫:৩৬, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

আজ আমিরাত পাকিস্তান মুখোমুখি

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুতেই হার হলে যে কোন দলের মানসিক ভিত নড়ে যায়। যে দলটির বিপক্ষে হার হয়েছে, সেই দলটি যদি হয় চিরপ্রতিদ্বন্দ্বী তাহলে কথাই নেই। পাকিস্তানের বেলাতেও তাই হয়েছে। ভারতের কাছে প্রথম ম্যাচেই হেরে গেছে পাকিস্তান। তাও আবার ৮৩ রানেই অলআউট হয়ে গেছে। এর প্রভাব হয়ত পুরো টুর্নামেন্টেই থাকবে। আজ যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাত সাড়ে সাতটায় দুর্বল দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলা পাকিস্তানের, সেটিতেও এর প্রভাব দেখা যেতে পারে। ম্যাচ হয়ত শেষপর্যন্ত পাকিস্তানই জিততে পারে। কিন্তু পাকিস্তানের ভিত কতটা নাড়িয়ে দিতে পারে টানা দুই ম্যাচে হারা আরব আমিরাত, সেদিকেই সবার নজর থাকবে। পাকিস্তান ক্রিকেটাররা অবশ্য খুব সাবধানী পথই অবলম্বন করবে। আরব আমিরাতের বিপক্ষে যে করেই হোক, জয়টি যে চাই-ই-চাই। না হলে যে টুর্নামেন্টে টিকে থাকাই দায় হয়ে উঠবে। আর সম্মান তো যাবেই। ভারতের বিপক্ষে হারের পর যে সমালোচনা হচ্ছে, আরব আমিরাতের কাছে হারলে পাক ক্রিকেটারদের ‘বাড়িঘর’ ভাঙ্গাই শুরু হয়ে যাবে। ভারতের বিপক্ষে হারের পর ক্ষোভে জ্বলছে পাকিস্তানের সমর্থকরা। চিরপ্রতিদ্বন্দ্বী দলের কাছে হেরে দারুণ হতাশ দেশটির সাবেক ক্রিকেটাররাও। এরই জের ধরে পাকিস্তানে ভাংচুর হয়েছে টেলিভিশন, পোড়ানো হয়েছে শহীদ আফ্রিদিদের কুশপুতুল।
×