ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভোলায় উচ্ছেদ করতে গিয়ে ইউএনও বিপাকে ॥ বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৪৯, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

ভোলায় উচ্ছেদ করতে গিয়ে ইউএনও  বিপাকে ॥ বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৮ ফেব্রুয়ারি ॥ দৌলতখান বাজারের রাস্তার দুই পাশে অবৈধ দখল উচ্ছেদ করতে দৌলতখান ইউএনও মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত নিয়ে বিপাকে পড়েছেন। অবৈধদখলদারীরা একত্র হয়ে রবিবার দুপুর পর্যন্ত তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট করেছে। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও পৌর মেয়রের হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহার করে। স্থানীয় সূত্র জানিয়েছে, দৌলতখান পৌর সভার মূল বাজারের সড়কের দুই পাশ ও সড়ক দখল করে দীর্ঘদিন ধরে লোকজন ব্যবসা করে আসছে। এমনকি সড়কের মধ্যে ইট-বালু রেখে সড়কে জট সৃষ্টি করেছে। হাটবারের মতো সড়কের মধ্যে বাজার বসানোর কারণে মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাকিম (ম্যাজিস্ট্রেট) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, গত শনিবার বিকেলে তিনি পুলিশকে সঙ্গে নিয়ে দৌলতখান পৌরসভার উত্তর থেকে দক্ষিণ বাজার পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ দখল উচ্ছেদের জন্য অভিযান চালান। উত্তর বাজারের সড়কের মাঝে জুনায়েদের চায়ের দোকান উচ্ছেদ করতে গেলে তিনি বাধার সম্মুখীন হন। নির্বাহী হাকিম আরও বলেন, বিগত সময়ে মেঘনা নদীতে যেসব অবৈধজাল দিয়ে মাছ ধরা লোক, অবৈধজাল বিক্রেতা ও চোরাই পথে তেল-চিনিসহ মালামাল পাচারকারীরা যাদের বিরুদ্ধে বিগত সময়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান করেছে তারাই এক হয়ে বিক্ষোভ করে এবং তাদের ইঙ্গিতেই ব্যবসায়ীরা রবিবার দোকান বন্ধ রাখে। অপরদিকে ব্যবসায়ীরা জানান, অবৈধ উচ্ছেদের নামে ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তাই ইউএনওর অপসারণের বিরুদ্ধে আন্দোলন করে।
×