ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিসি ক্যামেরার আওতায় আসছে ঠাকুরগাঁও পৌরসভা

প্রকাশিত: ০৩:৪৯, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

সিসি ক্যামেরার আওতায়  আসছে ঠাকুরগাঁও পৌরসভা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৮ ফেব্রুয়ারি ॥ ঠাকুরগাঁও পৌরসভা ১০০ ভাগ তারবিহীন সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে। পৌর শহরের নাগরিকদের আরও উন্নততর পুলিশী সেবা প্রদানের পাশাপাশি অসংখ্য আধুনিক সার্ভিস প্রদানের জন্য পরিষ্কার দৃশ্য, সুস্পষ্ট নাইট ভিশন ও সুবিশাল মেমোরি স্টোরেজসহ অন্তত ৫৬টি আইপি ক্যামেরার সমন্বয়ে এই তারবিহীন নেটওয়ার্ক উদ্বোধনের অপেক্ষায়। ঠাকুরগাঁও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজের লোকজন। শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়ের এক ব্যবসায়ী জানান, সম্প্রতি শহরের এক জুয়েলার্সের দোকানে বোমা ফাটিয়ে প্রায় অর্ধকোটি টাকার সোনা লুট করে নিয়ে গেছে ডাকাতদল। কিন্তু পুলিশ এখন পর্যন্ত ডাকাতদের ধরতে পারেনি। শহর যদি সিসি ক্যামেরার আওতায় আসে তাহলে যে কোন ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়বে। পরবর্তীতে ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করা সম্ভব হবে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাধুবাদ জানাই। বিশিষ্ট রাজনীতিক ও শিক্ষাবিদ অধ্যক্ষ রাজিউর রহমান জানান, সময় যত যাচ্ছে দেশ তথ্যপ্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাচ্ছে। আমার মতে, ঠাকুরগাঁও শহরকেই প্রথম সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। এ কারণে এখানে যে কেউ অপরাধমূলক কাজ করতে ভয় পাবে। যদি অপরাধমূলক কাজ সংঘটিত হয় পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই ব্যক্তিদের শনাক্ত করে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় নিয়ে আসতে পারবে। সরকার পুরোদেশেই যদি এই রকম যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে তাহলে দেশে অপরাধ কমে আসবে বলে মনে করি। শহরের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক জানান, সম্প্রতি ঠাকুরগাঁওয়ে অসংখ্য মোটরসাইকেল চুরি হয়েছে কিন্তু এখন পর্যন্ত সরাসরি কাউকে ধরতে পারেনি পুলিশ। যেহেতু শহর এখন সিসি ক্যামেরার আওতায় আসছে, সেহেতু মোটরসাইকেলসহ সকল চুরির পরিমাণ কমে যাবে। ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহম্মেদ জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ত্বরান্বিত করার জন্য সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আশা করি আগের থেকে সকল প্রকার অপরাধ কমে আসবে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ অপরাধীদের সহজেই শনাক্ত করতে পারবে।
×