ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে পাইপ ফেটে নষ্ট হচ্ছে পানি ॥ বাসাবাড়িতে সঙ্কট

প্রকাশিত: ০৩:৪৭, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

যশোরে পাইপ ফেটে নষ্ট হচ্ছে পানি ॥ বাসাবাড়িতে সঙ্কট

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শহরের মণিহার এলাকার ব্যস্ততম সড়কের পাশে পৌরসভার পানি সরবরাহ লাইনের পাইপ ফেটে এলাকা পানিতে সয়লাব হয়ে গেছে। কমে গেছে বাসাবাড়ির পানি সরবরাহ। গত চারদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। পৌরসভা থেকে পাইপ মেরামতে কার্যকর পদক্ষেপ না নেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার পানি সরবরাহ লাইনের পাইপ ফেটে যায়। এরপর সেখানেও বড় গর্তের সৃষ্টি হয়। প্রচ- বেগে পানি বের হয়ে মণিহার ও পার্শ্ববর্তী এলাকা সয়লাব হয়ে যায়। শুষ্ক মৌসুমে মাটিতে পানি পাওয়ায় গোটা এলাকা কর্দমাক্ত হয়ে যায়। এলাকার মানুষের চলাচল, কাজকর্ম এমনকি স্বাভাবিক জীবনযাত্রা বাধাগস্ত হয়ে পড়ে। বাসাবাড়িতে পানি সরবরাহ কমে যায়। ফলে মানুষের নাওয়া-খাওয়া ও গৃহস্থালির প্রয়োজনীয় পানির সঙ্কট দেখা দেয়। পৌরসভার ১ নং ওয়ার্ডের সিটি কলেজপাড়া, বারান্দীপাড়া, মোল্লাপাড়া, নীলগঞ্জসহ আশপাশের মানুষ চারদিন ধরে পানির কষ্টে ভুগছে। তারা ব্যবহারের জন্য পর্যাপ্ত পানি পাচ্ছে না। স্কুল-কলেজের ছেলেরা মসজিদের মুসুল্লিসহ সকলেই ভুগছে পানির কষ্টে। এক নিদারুণ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। সমস্যা সমাধানে পৌর কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিতে না পারায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ফেটে যাওয়া পাইপ মেরামতে কর্তৃপক্ষ চেষ্টা করলেও কোন কাজে আসেনি। এ নিয়ে এলাকার বিভিন শ্রেণীর ব্যবসায়ী ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের জিজ্ঞাসা, এভাবে জোড়াতালি দিয়ে পৌরসভা কতদিন চলবে ? এদিকে পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে কাজ চলছে। ফাটা পাইপের মুখ বন্ধ করা হয়েছে। পৌরসভার পানি প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, কাজ চলছে ,তবে একটু সময় লাগবে।
×