ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বব্যাপী ফ্যামিলি ব্যবসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

প্রকাশিত: ০৩:৪০, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

বিশ্বব্যাপী ফ্যামিলি ব্যবসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

হাজার বছরের ঐতিহ্য হিসেবে বিশ্বব্যাপী ফ্যামিলি বিজনেস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। তবে এই বিজনেসের শুরুটা ভাল হলেও পরবর্তী প্রজন্মে বিভিন্ন কারণে বেশির ভাগ ক্ষেত্রেই ভাঙ্গনের সৃষ্টি হয় বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা। শনিবার রাজধানীর মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি, এমসিসিআই ভবনে এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। এমসিসিআই আয়োজিত এ সেমিনারে ফ্যামিলি বিজনের এ্যাডভাইজার হিসেবে উপস্থিত ছিলেন হায়দ্রাবাদের ন্যাশনাল পলিসি একাডেমির এসভিপি মির্জা ইয়াওয়ার বেগ। অনুষ্ঠানে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আকতার মতিন চৌধুরী, সেক্রেটারি জেনারেল ফারুক আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, অর্থনীতিবিদ ও গবেষকরা উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা বলেন, ফ্যামিলি বিজনেসের ধারাবাহিকতা রাখতে হলে লক্ষ্য স্থির রাখার পাশাপাশি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×