ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে প্রসার ঘটছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের

প্রকাশিত: ০৩:৩৯, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

সৈয়দপুরে প্রসার ঘটছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের

অর্থনৈতিক রিপোর্টার ॥ নীলফামারীর সৈয়দপুরে উৎপাদিত গার্মেন্টসসহ বিভিন্ন শিল্পের মালামাল এখন পার্শ্ববর্তী দেশ ভারত ছাড়াও যাচ্ছে বিভিন্ন দেশে। এতে ক্রমেই ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের যেমন বিস্তার হচ্ছে তেমনি সৃষ্টি হচ্ছে ব্যাপক কর্মসংস্থানেরও। ব্যবসায়ীরা বলছেন, সরকারী পৃষ্ঠপোষকতা এবং স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হলে এ এলাকা পাল্টে দেবে রংপুর অঞ্চলসহ দেশের সার্বিক অর্থনৈতিক চিত্র। সৈয়দপুরে গড়ে উঠেছে অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প। এ মধ্যে ঝুট কাপড় দিয়ে তৈরি হচ্ছে প্যান্ট, ট্রাউজারসহ বিভিন্ন পোশাক। এখানে উৎপাদিত অনেক পণ্যই আবার দেশের গ-ি পেরিয়ে রফতানি হচ্ছে প্রতিবেশী দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে।
×