ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রকাশিত: ০৩:২০, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

ইসলাম ও নৈতিক শিক্ষা

(পূর্ব প্রকাশের পর) ২১. যিনি আমাদের শিক্ষা দেন তিনি হলেন- ক) গুরু খ) মাতা গ) পিতা ঘ) শিক্ষক ২২. শরিয়তের বিষয়বস্তুর প্রকারসমূহের অন্তর্ভুক্ত হচ্ছে- র. বিশ্বাসগত বিধিবিধান রর. চরিত্র সংক্রান্ত রীতিনীতি ররর. বাস্তব কাজকর্ম নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৩. আল-মোকাদ্দাসী কত বছর পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছিলেন? ক) ১৬ বছর খ) ২০ বছর গ) ১৮ বছর ঘ) ৩০ বছর ২৪. আমি শিক্ষকরূপে প্রেরিত হয়েছি-এটি কার বাণী? ক) হযরত আবু বকর (রা)-এর খ) হযরত মুহাম্মদ (স)-এর গ) হযরত আদম (আ)-এর ঘ) হযরত উমর (রা)-এর ২৫. ফিতনা অর্থ কী? ক) শৃঙ্খলা খ) গুম গ) সন্ত্রাস ঘ) অরাজকতা ২৬. ‘মিযান’ শব্দের অর্থ কী? ক) দাড়িপাল্লা খ) বড় পাতিল গ) বড় বালতি ঘ) বড় ডেগচি ২৭. মুমিন দুঃখ কষ্টে নিমজ্জিত হলে- ক) কান্নাকাটি করেন খ) দৌড়াদৌড়ি করেন গ) ধৈর্যধারণ করেন ঘ) চেঁচামেচি করেন ২৮. হযরত উসমান রূমা কূপটি ক্রয় করেন কত মূল্য দিয়ে? ক) ১৮ হাজার দিনারে খ) ৩৫ হাজার দিরহামে গ) ৩৫ হাজার রিয়ালে ঘ) ৪০ হাজার টাকায় ২৯. ‘দীন (ধর্ম) হলো কল্যাণ করা।’-এটি কার বাণী? ক) আল্লাহর খ) আবু বকর (রা)-এর গ) হযরত মুহাম্মদ (স)-এর ঘ) আদম (আ)-এর ৩০. ফরয অর্থ কী? ক) শিথিলযোগ্য খ) অবশ্য কর্তব্য গ) কর্তব্য ঘ) ঐকমত্য ৩১. যে পুস্তকে চিকিৎসার ধারা ও পদ্ধতি, ওষুধ তৈরির প্রক্রিয়া, গাছগাছড়ার গুণাগুণ প্রভৃতি বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে, তাকে বলা হয়- ক) চিকিৎসা পদ্ধতি খ) চিকিৎসা বিজ্ঞান গ) ঔষধি বিজ্ঞান ঘ) ওষুধশাস্ত্র ৩২. দেশের জাতীয় উন্নয়নে অবদান কিসের অন্তর্ভুক্ত? ক) রাষ্ট্রীয় কর্তব্যের খ) জাতীয় স্বার্থের গ) স্বদেশপ্রেমের ঘ) নিজ দায়িত্বের ৩৩. যিনি রিসালাতের দায়িত্ব পালন করেন তাকে কী বলে? ক) সাহাবী খ) আলিম গ) রাসুল ঘ) মুজতাহিদ ৩৪. মুনাফিকরা কাদের চেয়েও মারাত্মক? ক) কাফিরদের খ) মিথ্যাবাদীদের গ) ফাসিকদের ঘ) গিবতকারীদের ৩৫. কিসের শিক্ষা প্রতিষ্ঠার জন্য নবী-রাসুলগণ আজীবন সংগ্রাম করেছেন? ক) ইসলামের খ) আসমানি কিতাবের গ) জিহাদের ঘ) তাওহীদের ৩৬. ইসলামের জন্য মুনাফিকরা খুবই ক্ষতিকর। কারণ তারা- র. কাফিরদের বন্ধু রর. শত্রুদের গুপ্তচর ররর. ইসলামের সহযোগী নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৩৭. যেসব ফরজ কাজ সম্পাদন করার জন্য প্রত্যেক মুসলমান ব্যক্তিগতভাবে দায়ী, তাকে বলা হয়- ক) মুস্তাহাব খ) সুন্নাত গ) ফরজে আইন ঘ) ফরজে কিফায়া ৩৮. ‘কিয়াস’ শব্দের অর্থ কী? ক) অনুমান করা খ) তুলনা করা গ) পরিমাপ করা ঘ) সবগুলো ৩৯. সূরা আল-ইনশিরাহ কোথায় অবতীর্ণ হয়েছে? ক) মক্কায় খ) মদিনায় গ) তায়েফে ঘ) জিদ্দায় ৪০. নবুয়তের কোন বছরে হযরত উমর (রা) ইসলাম গ্রহণ করেন? ক) পঞ্চম খ) ষষ্ঠ গ) সপ্তম ঘ) অষ্টম ৪১. যাকাত প্রদানে অস্বীকারকারীকে কী বলে? ক) মুনাফিক খ) মুরতাদ গ) মুশরিক ঘ) কাফির ৪২. যে ব্যক্তি মানুষের সেবা করেন তিনি- র. মহৎপ্রাণ রর. বিশেষ মর্যাদার অধিকারী ররর. সম্পদশালী নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৪৩. জুননুন মিসরি কোথায় জন্মগ্রহণ করেন? ক) সিরিয়ায় খ) মিসরে গ) ইরাকে ঘ) আবিসিনিয়ার ৪৪. ইকামাত দেওয়া কী? ক) ফরয খ) সুন্নাতে মুয়াক্কাদাহ গ) সুন্নাতে গায়ের মুয়াক্কাদাহ ঘ) নফল ৪৫. কিয়ামত পর্যন্ত আগত অনাগত সকল মানুষের সকল সমস্যার সঠিক সমাধান রয়েছে কোনটিতে? ক) হাদিস গ্রন্থে খ) কুরআন মজিদে গ) ইসলামী কোষগ্রন্থের ঘ) বিশ্বকোষ গ্রন্থের ৪৬. হযরত মুহাম্মদ (স) মেষ চরাতেন কেন? ক) অভাব-অনটনের জন্য খ) বাড়তি আয়ের জন্য গ) শখের বশে ঘ) কোনো কাজ না থাকায় ৪৭. ‘আর তাদের (ধনীদের) সম্পদে ভিক্ষুক ও বঞ্চিতের অধিকার রয়েছে।’-এটা কোন সূরার অন্তর্গত? ক) সূরা আন-নিসা খ) সূরা আয-যারিয়াত গ) সূরা মায়িদাহ ঘ) সূরা আন-নাহল ৪৮. মাগরিব ও ইশার পর দু’রাকআত সুন্নাত কোন ধরনের সুন্নাত? ক) মআক্কাদাহ খ) কিফায়া গ) যায়িদাহ ঘ) লাযিমাহ উদ্দীপকটি পড় এবং নিচের দুটি প্রশ্নের উত্তর দাও: * রফিক ও শফিক আলোচনা করছিল মানুষের করণীয় কী তা নিয়ে। রফিক বলল, ‘মানুষকে সৃষ্টিই করা হয়েছে আল্লাহর ইবাদতের উদ্দেশ্য।’ শফিক বলল, তাহলে আমরা পড়ালেখা করছি কেন? ৪৯. হযরত খাদিজা (রা) কাকে প্রিয় নবীর সঙ্গে সিরিয়ায় পাঠিয়েছিলেন? ক) সালাত, সাওম, হজ, যাকাত খ) আচার ব্যবহার ও লেনদেন গ) চাকরি, ব্যবসা ঘ) আল্লাহর আনুগত্য করাকে ৫০. জিহাদ ও সন্ত্রাসবাদ পরস্পর- ক) র ও রর খ) রর গ) ররর ঘ) র সঠিক উত্তর : ২১. (ঘ) ২২. (ঘ) ২৩. (খ) ২৪. (খ) ২৫. (ঘ) ২৬. (ক) ২৭. (গ) ২৮. (ক) ২৯. (গ) ৩০. (খ) ৩১. (খ) ৩২. (গ) ৩৩. (গ) ৩৪. (ক) ৩৫. (ঘ) ৩৬. (ক) ৩৭. (গ) ৩৮. (ঘ) ৩৯. (ক) ৪০. (খ) ৪১. (খ) ৪২. (ক) ৪৩. (খ) ৪৪. (খ) ৪৫. (খ) ৪৬. (খ) ৪৭. (খ) ৪৮. (ক) ৪৯. (ক) ৫০. (খ)
×