ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ধ্রুবর জন্য বুলবুলের গান

প্রকাশিত: ০৩:১৩, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

ধ্রুবর জন্য বুলবুলের গান

স্টাফ রিপোর্টার ॥ দেশের কিংবদন্তি গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল এবার কণ্ঠশিল্পী ধ্রুব গুহ’র জন্য গান তৈরি করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এমন ঘোষণা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, আমার খুব পছন্দ এর মানুষদের মধ্যে ধ্রুব একজন। তার বিনয় আমাকে বিমোহিত করে। আমি ধ্রুবর জন্য একটি গান রচনা ও সুর করেছি। অচিরেই রেকর্ড করব। আমি অবাক হই, কোন জাদুমন্ত্র বা মায়াজালে একজন ধ্রুবর প্রথম গানের শ্রোতা-দর্শক বা ভক্ত প্রায় ৫০ লাখের ও বেশি হতে পারে! এ এক বিরল ইতিহাস! এক অভূতপূর্ব প্রাপ্তি! এই বিশালাকার জনপ্রিয়তা শুধু আল্লাহতালার দান ছাড়া আর কিছু নয়। ধ্রুবকে এখন থেকে সুর নিয়ে গভীরতম সাধনায় ধ্যানমগ্ন হতে হবে’। ‘তোমার হৃদয় যতটুকু, দিও ততটুকু, এই টুকুতেই হবে এমন পাওয়া, যেমন আদম খুঁজে পেয়েছিল হাওয়া।’ এমন কথার গানটি সুর-সঙ্গীতের পাশাপাশি লিখেছেনও বুলবুল নিজেই। এ প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, বুলবুল ভাইয়ের মতো গুণী মানুষের গান আমি গাইব এটাকে আমি তার দোয়া হিসেবে নিয়েছি। তার এই স্নেহের পরশ আমাকে স্মরণ করিয়ে দেয় আমার মা-বাবা, সহধর্মিণী ও আমার সঙ্গীতের আলোকবর্তিকা তরিক আল ইসলামের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রদর্শন করতে। যাদের জন্যই আজ আমি সবার ধ্রুব। পাশাপাশি আমি দর্শক-শ্রোতা ও সব সংবাদ মাধ্যমের নিকট কৃতজ্ঞ। যতদিন বাঁচব সুস্থ সঙ্গীত নিয়েই বাঁচব। তিনি আরও বলেন, এটা আমার জন্য একটি বড় পাওয়া। আমি ধন্য, আমি কৃতজ্ঞ বুলবুল ভাইয়ের প্রতি যে, তিনি আমার গান শুনে আমাকে নিয়ে ভেবেছেন। গানটা আমার এতটাই পছন্দ হয়েছে যে তা আমার বুকের পাঁজরে শ্রদ্ধার জালে বন্দী করে রাখব যেন তা আমার পথের কা-ারী হয়ে থাকে।
×