ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাহীন সামাদকে সংবর্ধনা

প্রকাশিত: ০৩:১৩, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

শাহীন সামাদকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ সঙ্গীতশিল্পী শাহীন সামাদ বলেছেন আমার একুশে পদক পাওয়া মানে সবার পাওয়া। আমার কাজের চেয়ে এই স্বীকৃতি অনেক বড়। আমি কখনও অধৈর্য হইনি। এখনও পর্যন্ত ছায়ানটকে আঁকড়ে ধরে আছি। নতুনদের সঙ্গীতশিল্পী হিসেবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি। জীবনে অপ্রাপ্তি কিছুই নেই। মানুষের ভালবাসাই আমার কাছে সবচেয়ে বড়।’ একুশে পদকপ্রাপ্তি উপলক্ষে আমরা সূর্যমুখী আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডেইলি স্টার ভবনের এসএ মাহমুদ মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় গানে আর কথামালায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই কণ্ঠসৈনিককে সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান। অনুষ্ঠানে শিল্পী শাহীন সামাদকে নিবেদিত সম্মাননাপত্র পাঠ করেন রফিকুল ইসলাম। এ সময় শিল্পীকে মানপত্র ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি উপহার দেয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, কণ্ঠশিল্পী খালিদ হোসেন, সাদিয়া আফরিন মল্লিক, সুজিত মোস্তফা, ইয়াসমিন মুশতারি, তিমির নন্দী, সংগঠনের সমন্বয় সম্পাদক শফিকুল ইসলাম সেলিম প্রমুখ। দ্বিতীয় পর্বে সঙ্গীতানুষ্ঠানে হারানো দিনের গান ‘সেদিন তোমায় আমি বলেছিনুগো গানের ছলে’ পরিবেশন করেন শিল্পী খালিদ হোসেন। আরও সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বদরুন্নেসা ডালিয়া, শাহীন সামাদ, সাদিয়া আফরিন মল্লিক, ইয়াসমিন মুশতারি ও সুজিত মোস্তফা।
×