ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলা ভাষায় পরিবর্তন কতটা হচ্ছে?

প্রকাশিত: ২০:১২, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

বাংলা ভাষায় পরিবর্তন কতটা হচ্ছে?

অনলাইন ডেস্ক ॥ মনের ভাব প্রকাশের জন্য মানুষ নিজের প্রয়োজনে ভাষার গতি সময়ে সময়ে বদলে নেয়। হাজার বছরের পুরোনো বাংলা ভাষায়ও এমন অনেক পরিবর্তন হয়েছে। আজকের দিনে প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া আর গণমাধ্যমের প্রভাবে যোগ হচ্ছে নতুন নতুন শব্দ। কী ধরনের পরিবর্তন এসেছে বাংলা ভাষায়? আর তার গ্রহণযোগ্যতা কতটা? বর্তমান যুগের একটি জনপ্রিয় গানে শোনা যায় ফেইসবুক, ডিলিটসহ বিভিন্ন নতুন শব্দ। এখন প্রযুক্তি আর মিডিয়ার কল্যাণে যোগ হয়েছে নতুন নতুন শব্দ। দৈনন্দিন জীবনে বাড়ছে এর ব্যবহার। ভাষায় নতুন নতুন শব্দের ব্যবহার নতুন প্রজন্মের কাছে কেমন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রিপলির ছাত্র তুহিন কান্তি দাশ এর ধারণা "আমাদের বিশাল শব্দ ভাণ্ডার থাকা সত্ত্বেও আমরা নতুন সব বিদেশি শব্দ নেয়ার কারণ পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব"। তরুন লেখক সাখওয়াত টিপু, তার লেখা এক কবিতায় ব্যবহার করেছেন 'গ্ল্যামার' শব্দটি। তিনি বলছিলেন বাংলা অন্য শব্দও ব্যবহার করতে পারতেন কিন্তু ভাষার ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে শব্দটা ভাবগত কিনা বা শব্দটা একটা বাক্যে কিভাবে ব্যবহার করছেন তার উপর নির্ভর করে তার অর্থ। তথ্য প্রযুক্তির কল্যাণে এখন স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থাতেও ব্যবহৃত হচ্ছে নানা নতুন শব্দ। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোহাম্মদ আবুল মুনসুর বলছিলেন "বিদেশী যে শব্দগুলো এসেছে এই শব্দগুলো আমরা যদি গ্রহণ না করি তাহলে আমরা পিছিয়ে পড়বো"। "প্রজেক্টার, মাল্টিমিডিয়া, ইন্টারনেট এ শব্দগুলো আমরা এমনভাবে নিয়েছি এগুলোকে আর বিদেশী শব্দ মনে হয়না"। সোশ্যাল মিডিয়ার কল্যানে নতুন সব শব্দ নিয়ে বাংলা একাডেমীর মহাপরিচালক শামজুজ্জামান খান বাংলা অভিধানে এর টিকে থাকা নিয়ে তিনি বলছিলেন অনেক শব্দই ঝরে যাবে আবার কিছু শব্দ টিকে থাকবে। গ্রহণ কিংবা বর্জন যাই হোক না কেন এটাই সত্য ভাষার এই পরিবর্তন চলবে নিরন্তর। সূত্র : বিবিসি বাংলা
×