ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৬:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

টুকরো খবর

মোবাইল ফোনে যোগ ৩.১ ট্রিলিয়ন ডলার ২০১৫ সালে মোবাইল ফোন শিল্প থেকে বিশ্ব অর্থনীতিতে যোগ হয়েছে ৩.১ ট্রিলিয়ন ডলার, যা বিশ্ব জিডিপির ৪.২ শতাংশ। ২০২০ সাল নাগাদ বিশ্ব অর্থনীতিতে মোবাইল ফোন শিল্পের অবদান বেড়ে হবে ৩.৭ ট্রিলিয়ন ডলার। কর্মসংস্থানেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই খাত। ২০১৫ সালে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তিন কোটি ২০ লাখ কর্মসংস্থান তৈরি হয়েছে মোবাইল ফোন খাত থেকে। এটি ২০২০ সাল নাগাদ বেড়ে হবে তিন কোটি ৬০ লাখ। স্পেনের বার্সেলোনায় চলছে চার দিনের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। মেলা উপলক্ষে ‘মোবাইল অর্থনীতি’ নামে এই প্রতিবেদন প্রকাশ করেছে জিএসএমএ। ২০২০ সাল নাগাদ মোবাইল ফোন সংযোগের এক-তৃতীয়াংশ হবে ফোরজি। ফলে বিশ্ব অর্থনীতিতে ক্রমেই জোরদার হচ্ছে মোবাইল ফোন খাতের অবদান। উৎসাহিত হচ্ছে ইন্টারনেট ব্যবহার ও নতুন নতুন উদ্ভাবন। বিশ্বের কাছে ঈর্ষণীয় : গবর্নর বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ জোর কদমে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি আজ বিশ্বের কাছে ঈর্ষণীয়। কারও কারও কাছে রোল মডেল। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সফল নারী উদ্যোক্তা সমাবেশে গবর্নর এ কথা বলেন। পরে তিনি ভারতে অনুষ্ঠিত এসএ গেমসে স্বর্ণপদক পাওয়া মাবিয়া আক্তারসহ ২৮ ক্রীড়াবিদকে ক্রেস্ট ও পুরস্কার দেন।
×