ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশেষ শিশুদের জাতীয় ক্রীড়া

প্রকাশিত: ০৫:৫৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

বিশেষ শিশুদের জাতীয় ক্রীড়া

স্পোর্টস রিপোর্টার ॥ বিশেষ শিশুদের (বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক) নিয়ে কাজ করতে ১৯৭৪ সালের ২৪ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে সুইড (সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব দ্য ইন্টেলেকচুয়ালি ডিসএ্যাবল্ড) বাংলাদেশ। বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের সুমহান লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে তারা। তারই ধারাবাহিকতায় সুইড বাংলাদেশ আয়োজন করেছে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের নিয়ে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০১৫। শনিবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন জেলার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীরা। এই প্রতিযোগিতায় ২৪টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিশু-কিশোরদের পুরস্কার প্রদান করা হয়।
×