ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাঠে গড়াচ্ছে জাতীয় মহিলা হকি

প্রকাশিত: ০৫:৫৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

মাঠে গড়াচ্ছে জাতীয় মহিলা হকি

স্পোর্টস রিপোর্টার ॥ অনেকদিন পর বিশ্বের সর্বশেষ প্রযুক্তির কোটি টাকার নীল টার্ফে আবারও প্রাণ ফিরে আসছে। কর্মচাঞ্চল্যে ভরপুর হয়ে উঠবে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের গ্যালারি। সোমবার থেকে মাঠে গড়াচ্ছে জাতীয় মহিলা হকির আসর। সকাল ১১টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দিনাজপুর-ঝিনাইদহ। প্রতিযোগিতা চলবে ৬ মার্চ পর্যন্ত। তৃতীয় বারের মতো এটি পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। দীর্ঘ দুই বছর পর মহিলা হকি আসরের আয়োজন করছে বাংলাদেশ হকি ফেডারেশন। এর আগে ২০১২ সালে প্রথমবার এবং ২০১৩ সালে সর্বশেষ মহিলা হকি অনুষ্ঠিত হয়েছিল। সেবার ৬টি দল অংশ নিলেও আগামীকাল থেকে শুরু হওয়া লীগে অংশ নিচ্ছে ৯টি দল। গ্রুপ ‘ক’তে অংশ নিচ্ছে নড়াইল, রংপুর ও কিশোরগঞ্জ, গ্রুপ ‘খ’তে দিনাজপুর, পটুয়াখালী ও ঝিনাইদহ এবং গ্রুপ ‘গ’তে অংশ নিচ্ছে ঢাকা, রাজশাহী ও ঠাকুরগাঁও জেলা। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল পরস্পরের সঙ্গে চূড়ান্ত পর্বে খেলবে। সেরা পয়েন্টধারী লীগ চ্যাম্পিয়ন হবে। চ্যাম্পিয়ন দল পাবে ৬০ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে ৪০ হাজার টাকা। এছাড়া সেরা স্কোরার, সেরা গোলরক্ষকসহ ৫ সেরা খেলোয়াড়কে দেয়া হবে ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কার। প্রতিযোগিতার মোট বাজেট ৬ লাখ টাকা। এর মধ্যে ওয়ালটন দিচ্ছে ৪ লাখ টাকা। উদ্বোধনী দিনের খেলা সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। গত দুবারের মহিলা হকির চ্যাম্পিয়ন ও রানার্সআপ যথাক্রমে নড়াইল ও দিনাজপুর। উল্লেখ্য, মহিলা হকি গত ১০ ফেব্রুয়ারি মাঠে গড়ানোর কথা থাকলেও ভারতে অনুষ্ঠিত এসএ গেমসের কারণে এটি পিছিয়ে যায়। পরে লীগ ২৪ ফেব্রুয়ারি শুরু হবার কথা থাকলেও আবারও সেটি পিছিয়ে আগামীকাল মাঠে গড়াচ্ছে। বাংলাদেশ হকি ফেডারেশনে দীর্ঘদিন অচলাবস্থা বিরাজ করছিল। হকিতে সক্রিয় ক্লাবগুলো সাধারণ সম্পাদককে বয়কট করায় মাঠে হকি গড়ায়নিন। ফলে খেলোয়াড়রা বসে বসে সময় পার করছিলেন। তাদের আয় রোজগারের অবলম্বন হকি লীগ ছিল বন্ধ। পাশাপাশি হকি খেলোয়াড়দের নিয়েও ছিল নানা রকম সমস্যা। এ অবস্থায় পিছিয়ে যায় দেশের সবচেয়ে সম্ভাবনাময় হকি। বর্তমানে এর উত্তরণের একমাত্র অবলম্বন নিয়মিত মাঠে খেলা চালু রাখা। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের সম্ভাবনাময় হকি খেলাকে স্পন্সর করার জন্য এগিয়ে এসেছে। তারা বিদেশী হাই পারফর্মেন্স কোচকে প্রয়োজনীয় অর্থ সহায়তা করবে। এ উপলক্ষে শনিবার বাংলাদেশ হকি ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
×