ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না লঙ্কান অধিনায়ক, নিজেদের শক্তিমত্তা দেখাতে চান

মালিঙ্গা মন্ত্র জানেন বাংলাদেশকে মোকাবেলার

প্রকাশিত: ০৫:৫৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

মালিঙ্গা মন্ত্র জানেন বাংলাদেশকে মোকাবেলার

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম ম্যাচের প্রতিপক্ষ ছিল দুর্বলতর আরব আমিরাত। তবে সেই ম্যাচে বেশ কষ্ট করেই জিততে হয়েছে শ্রীলঙ্কাকে। এবার প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ। তারাও আমিরাতের বিরুদ্ধে জিতেছে এবং সেটা বেশ ভাল ব্যবধানে। কিন্তু প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না শ্রীলঙ্কার অধিনায়ক লাসিথ মালিঙ্গা। তিনি মনে করেন যে কোন টুর্নামেন্টে সবগুলো দলই কঠিন প্রতিপক্ষ। বাংলাদেশের জন্য লঙ্কানরা প্রস্তুত মোকাবেলা করতে। মুস্তাফিজুর রহমানকে নিয়ে দারুণ পেস আক্রমণ আছে বাংলাদেশের। কিন্তু নির্দিষ্ট কাউকে নিয়ে তো নয়ই, বরং বাংলাদেশের পেস আক্রমণ ঠেকানোর উপায়টাও জানা আছে বলে দাবি করলেন মালিঙ্গা। শনিবার ফতুল্লায় দুপুরে অনুশীলনের সময় এসব কথা বলেন লঙ্কান অধিনায়ক। এশিয়া কাপে এবার যেভাবে উইকেট গড়া হয়েছে সেখানে যে কোন ম্যাচেই মূলত লড়াই হবে পেসারদের। গত চার ম্যাচে সেটিই দেখা গেছে। এ কারণে ব্যাটসম্যানদের জন্যও আছে চ্যালেঞ্জ। এ বিষয়ে মালিঙ্গা বলেন, ‘আমার মনে হয়েছে যে ওইদিনের উইকেট ছিল ১২৭ রানের। এ কারণে ব্যাটসম্যানরা কঠোর চেষ্টায় সেটা করতে পেরেছে এবং সেটা ছিল ম্যাচ জয়ী সংগ্রহ। আগামীকাল (আজ) হয়তো ভিন্ন ধরনের উইকেট হবে, ভিন্ন মনোভাবও দেখাতে হবে এবং আমি মনে করি আমাদের দেখতে হবে ব্যাটসম্যানরা কি করতে পারে।’ কোন প্রতিপক্ষকে নিয়ে যেমন ভাবছেন না, তেমনি কাউকে ছোট করেও দেখছেন না মালিঙ্গা। তিনি মনে করেন নিজেদের সেরাটা উপহার দেয়ার দিকেই মনোযোগী হওয়া উচিত। এ বিষয়ে লঙ্কান অধিনায়ক বলেন, ‘আগামীকালের (আজ) ম্যাচটাও স্বাভাবিক একটা খেলা। ৫ দল এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং প্রতিটি দলই কঠিন। আমরা কোন দলের বিরুদ্ধে অলসতা দেখাতে পারি না। আমরা সে কারণে আগামীকাল (আজ) প্রতিপক্ষের দিকে মনোযোগ দিচ্ছি না। সব খেলোয়াড় নিজেরা ম্যাচে কি করতে সক্ষম এবং কিভাবে নিজেদের সেরাটা দিতে পারে সেদিকে মনোযোগী।’ গত আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ১২টি এশিয়া কাপ আসরের ১১টিতেই ফাইনাল খেলেছে তারা। এবার দলটি কি সেই সাফল্য ধরে রাখতে পারবে? মালিঙ্গা বলেন, ‘সর্বশেষবার আমরা এশিয়া কাপ ৫০ ওভারের ফরমেটে খেলেছি। এবার ফরমেটটা টি২০। প্রতিটি টুর্নামেন্টেই বলা কঠিন কে সবচেয়ে সেরা। আমরা যদি সবগুলো বিভাগ- বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং ঠিকমতো পাই, সেক্ষেত্রে আমার মনে হয় টুর্নামেন্টে আমরা ভাল একটা অবস্থানে থাকব।’ মালিঙ্গা নিজে যেমন তার দলের নির্ভরযোগ্য পেসার এবং বোলিং স্তম্ভ, তেমনি মুস্তাফিজুর রহমানকে নিয়ে বাংলাদেশেরও পেস আক্রমণটা বেশ সমৃদ্ধ। এ বিষয়ে এ পেসার বলেন, ‘অবশ্যই বাংলাদেশের খুব ভাল বোলিং আক্রমণ আছে। আমরা সবাই সেটা জানি। কিন্তু এটা ম্যাচের ওপর নির্ভর করে। আমরাও আগামীকালের (আজ) ম্যাচটির জন্য প্রস্তুত। আমরা জানি তাদের পেস আক্রমণ রুখতে ঠিক করতে হবে আমাদের। আমরা নির্দিষ্ট কোন নামের দিকে মনোযোগী নই, আমরা শুধু প্রতিটি বল খেলার দিকেই মনোযোগী। মুস্তাফিজ বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ভাল একটি সম্পদ। তিনি সত্যিই খুব ভাল করছেন।’
×