ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ থেকে অনুশীলন শুরু ফুটবলারদের

প্রকাশিত: ০৫:৫৫, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

আজ থেকে অনুশীলন শুরু ফুটবলারদের

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৪ মার্চ জর্দানের আম্মানে বাংলাদেশ জাতীয় দল তাদের সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অংশ নেবে। প্রতিপক্ষ জর্দান। এ উপলক্ষে গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক দল ঘোষণা করা হয়। ডাক পাওয়া ২২ ফুটবলারের অধিকাংশই তরুণ। মামুনুল-জাহিদদের মতো অভিজ্ঞ ৭ ফুটবলার বিচার প্রক্রিয়ায় থাকায় আপাতত নেই দলে। মূলত সদ্য সমাপ্ত এসএ গেমসের অনুর্ধ-২৩ দলটিই খেলছে জর্দানের বিপক্ষে। অনেকেই বলছেন এটা আসলে বাংলাদেশ জাতীয় দলের ‘বি’ টিম। শনিবার দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রূপুর কাছে রিপোর্টিং করেন প্রাথমিক দলের ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলাররা। তাদের নিয়ে বাফুফে ভবনে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। আজ থেকে কমলাপুর টার্ফে অনুশীলন শুরু করবে তারা। জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ যুব দলের স্প্যানিশ কোচ গঞ্জালো সানচেজ মরেনো। তার অধীনে এসএ গেমসে বাংলাদেশ তাম্রপদক অর্জন করে। তাই বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে জর্দানের ম্যাচটা হবে মরেনোর জন্য বড় চ্যালেঞ্জ। জর্দানের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে আগামী ১৮ মার্চ আবুধাবীতে সংযুক্ত আরব আমিরাত জাতীয় ফুটবল দলের সঙ্গে একটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এ প্রসঙ্গে দলের ম্যানেজার রূপু বলেন ‘প্রেক্ষাপটটা ভিন্ন। জর্দান তাদের বিশ্বকাপ কোয়ালিফাই করার ফাইনাল স্টেজে আছে। এর আগে আমরা যে প্রীতি ম্যাচ খেলবো ইউএই টিমের সঙ্গে কোয়ালিফাই করার জন্য তারাও ফাইনাল স্টেজে আছে। প্রতিপক্ষ হিসেবে দুটি দলই শক্তিধর। আমাদের ফুটবলারদেরও কিছু সমস্যা রয়েছে। সব মিলিয়ে একটা কঠিন অবস্থা। তারপরও আশাকরি খেলোয়াড়রা তাদের সর্বোচ্চটাই পারফর্ম করবে এবং দেশের জন্য সুনাম বয়ে আনবে।’ শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত ৭ খেলোয়াড়ের আত্মপক্ষ সমর্থনের জবাব মনোপুত হলে হয়তো তাদের মধ্য থেকে ক’জনকে যোগ করা হতে পারে বর্তমান জাতীয় দলে। তবে তাদের বাদ দিয়ে নতুন দলটা কঠিন এক পরীক্ষার মুখেই পড়তে যাচ্ছে। তারপরও যারা রয়েছেন তাদের দিয়েই ভাল কিছু করার প্রত্যাশা রুপুর। তিনি বলেন, ‘জর্দান যেহেতু কোয়ালিফাই হওয়ার জন্যই ম্যাচ খেলছে, তাদের বিপক্ষে আমাদের এ্যাওয়ে ম্যাচ খেলতে হবে তাদের হোমে গিয়ে। বাংলাদেশের মাটিতে তারা ৪-০ গোলে ম্যাচ জিতেছিল। স্বভাবতই তারা হোম এ্যাডভান্টেজটা নেবার চেষ্টা করবে। তারপরও আমরা চেষ্টা করবো যে খেলোয়াড়রা এখন টিমে আছে তাদের নিয়ে সেরা পারফর্মেন্স করার।’ দলের নির্ভরযোগ্য গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা জানান, ‘আমাদের চ্যালেঞ্জ নিতে হবে। কারণ তারা অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাদের বদলে যারা এসেছে তাদের সবাইকেই নিজ নিজ স্থানে চ্যালেঞ্জ নিতে হবে।’ রানা আরও যোগ করেন, ‘জর্দান অনেক ভাল দল। বাংলাদেশেও তারা অনেক ভাল খেলে গেছে। যেহেতু তাদের দেশে যাচ্ছি তারা তাদের হোম এ্যাডভান্টেজ পাবে। তারপরও আমাদের লক্ষ্য থাকবে নিজেদের সর্বোচ্চটা দিয়ে ভাল কিছু করার।’ দলের আরেক অভিজ্ঞ ডিফেন্ডার (লেফট ব্যাক) ওয়ালী ফয়সাল বলেন, ‘যে সময়টুকু হাতে আছে এর মধ্যে ভাল অনুশীলন করতে পারলে ভাল ফল আশা করতে পারি। বলবো না যে আমরা তাদের বিপক্ষে জিতবো বা ড্র করবো। দলের সব ফুটবলাররা যদি নিজেদের শতভাগ দিতে চেষ্টা করে মনে হয় একটা ভাল ফল আসবে। নতুন ফুটবলার যারা তাদের একটা চ্যালেঞ্জও থাকবে যে সাতজন বাদ পড়েছেন তাদের জায়গাগুলো তারা যেন দখল করতে পারেন।’ দলের স্প্যানিশ কোচ গঞ্জালো মরেনো এবারই প্রথম দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের। তবে তার বাড়তি সুবিধা হল, দলের খেলোয়াড়দের আগে থেকেই ভালমতো চেনেন তিনি, কেননা তারা অধিকাংশই খেলেছে তার অধীনে, যুব দলে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল (প্রাথমিক স্কোয়াড) ॥ রাসেল মাহমুদ, মাজহারুল ইসলাম, আশরাফুল ইসলাম রানা, রায়হান হাসান, তপু বর্মণ, নাসিরুল ইসলাম, রেজাউল করিম, কেষ্ট কুমার বোস, ওয়ালী ফয়সাল, শাকিল আহমেদ, ইমন মাহমুদ, মোনায়েম খান রাজু, জামাল ভুঁইয়া, শাহেদুর আলম, ফজলে রাব্বি, আতিকুর রহমান ফাহাদ, মাসুক মিয়া জনি, রুবেল মিয়া, নাবিব নেওয়াজ জীবন, সাখাওয়াত হোসেন রনি, জুয়েল রানা ও আমিনুর রহমান সজীব।
×