ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যে কোন দলের বিপক্ষেই সেরা খেলা উপহার দিতে সচেষ্ট আমরা

শ্রীলঙ্কাকে ভয় পাবার কিছু নেই ॥ সাব্বির

প্রকাশিত: ০৫:৫৫, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

শ্রীলঙ্কাকে ভয় পাবার কিছু নেই ॥  সাব্বির

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচটাতেই নিজেদের মতো করে খেলতে পারেনি বাংলাদেশ দল। সে কারণে বড় ব্যবধানে হারতে হয়েছে। এমন পরাজয়ের পর আত্মবিশ্বাসে ঘাটতি তৈরি হয়েছিল ক্রিকেটারদের মধ্যে। কিন্তু আরব আমিরাতের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের পর আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। এখন শুধু শ্রীলঙ্কাই নয়, যে কোন দলের বিরুদ্ধেই নিজেদের সেরাটা উপহার দিতে চায় দলের সবাই। বাংলাদেশের টপঅর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান মনে করেন টি২০ ক্রিকেটে বড় দল বা ছোট দল বলে কিছু নেই। শ্রীলঙ্কার ভয়ঙ্কর পেসার লাসিথ মালিঙ্গাকে নিয়েও বাড়তি চিন্তা নেই বলে দাবি করেছেন তিনি। শনিবার সকালে মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুশীলনের পর সাব্বির এসব কথা বলেন। ব্যাটিং নিয়ে দুঃশ্চিন্তাটা কমছে না। ভারতের বিরুদ্ধে ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন সেটা অব্যাহত ছিল আরব আমিরাতের বিরুদ্ধেও। এ কারণে দলের ব্যাটিং নিয়েই বেশি মনোযোগী ক্রিকেটাররা। এ বিষয়ে সাব্বির বলেন, ‘টি২০ ক্রিকেটে আসলে ব্যাটসম্যান-বোলার দুজনকেই শতভাগ দিতে হবে। যেহেতু বোলিং বিভাগ ভাল করছে আমরাও চেষ্টা করছি নিজেদের সেরাটা দিতে। আমরা কিভাবে ওভারকাম করতে পারি সেটা নিয়ে চিন্তা করছি। আমরা ১৭০-১৯০ করতে চাচ্ছি তাহলে বোলাররা কিছুটা চাপমুক্ত হয়ে বোলিং করতে পারবে। এটাই আমাদের মূল লক্ষ্য থাকবে।’ গত আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাও আমিরাতের বিরুদ্ধে জয় দিয়ে এবার যাত্রা শুরু করেছে। তুলনামূলকভাবে বাংলাদেশের চেয়ে বড় দল তারা। কিন্তু টি২০ ক্রিকেটে এই পার্থক্যটা তেমন বেশি নয়, জিততে পারে যে কোন দল। এ বিষয়ে সাব্বির বলেন, ‘টি২০ ক্রিকেটে ছোট-বড় দল বলতে কিছু নেই। এটা ১৯-২০ খেলা। আমরা শুধু শ্রীলঙ্কা না যে কোন দলের বিপক্ষে সেরা খেলাটা খেলার চেষ্টা করব। যদি আমরা সেরাটা দিতে পারি তাহলে আমরা ভাল করতে পারব। ব্যাটিং-বোলিং দুই বিভাগে যে ভাল সামর্থ্য দিয়ে খেলবে তারাই ম্যাচ জিতবে।’ তবে ব্যাটিংয়ে ভাল করার জন্য শ্রীলঙ্কার ভয়ঙ্করতম পেসার মালিঙ্গার হুমকি মোকাবেলা করতে হবে। এ বিষয়ে সাব্বির বলেন, ‘তাকে নিয়ে আমাদের বিশেষ কোন চিন্তা নেই। আমাদের বল টু বল খেলাটাই গুরুত্বপূর্ণ। কোন বোলার বল করছে সেটা মুখ্য না। আমাদের বল টু বল খেলার দিকে মনোযোগ দেব।’ ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে বোলিং প্রথমদিকে ভাল হলেও ফিল্ডিংয়ের ব্যর্থতা শেষ পর্যন্ত ভাল কিছু হতে দেয়নি। ব্যাটসম্যানরাও ব্যর্থ হয়েছেন। এ বিষয়ে সাব্বির বলেন, ‘প্রথম ম্যাচ হারের পর আমাদের আত্মবিশ্বাস অনেকটা কমে গিয়েছিল। আমিরাতের সঙ্গে আমরা ম্যাচটি জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। আমরা খুব ভালভাবে জিতেছি বলে আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। সামনের ম্যাচের জন্যে এটা অনেক ভাল হবে। আমি আসলে এটা (ব্যাটিং) নিয়ে কিছু বলতে পারব না। কেউ হয়তো বা ক্লিক করতে পারছে না, কেউবা ক্লিক করছে। দল জেতাটা সবচেয়ে বড় বিষয়। আমরা সব সময় চেষ্টা করি দলগতভাবে ভাল খেলার জন্যে। আমরা ১১ জনই চেষ্টা করি সবসময় পারফর্ম করার।’ ভারতের বিরুদ্ধে হারের পেছনে টি২০ অভিজ্ঞতা বড় একটি ভূমিকা রেখেছে। এ বিষয়ে সাব্বির বলেন, ‘সার্বিকভাবে দেখেন ভারতীয় দল আন্তর্জাতিক ম্যাচ ৫০-৬০টা খেলেছে। ওরা আইপিএল খেলে অথবা ওদের দেশে অনেক টি২০ টুর্নামেন্ট হয়। ওরা পারফর্ম করে, অনেক অভিজ্ঞ। আমাদের এখানে ওরকম কোন টুর্নামেন্ট হয় না। আমরা এদিক থেকে পিছিয়ে আছি। আমরা ওভারকাম করছি যত তাড়াতাড়ি পারা যায়।’
×