ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহারে সচেতন থাকেন না গ্রাহকরা

প্রকাশিত: ০৪:০৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহারে সচেতন থাকেন না গ্রাহকরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেবাগ্রহণের পর বিল পরিশোধের ক্ষেত্রে দিন দিনই বাড়ছে পয়েন্ট অব সেল বা পস মেশিনের ব্যবহার। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এসব মেশিনে ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহারের সময় সচেতন থাকেন না গ্রাহকরা। এমন কথা জানালেন বিক্রেতারা। এদিকে কার্ড জালিয়াতির ক্ষেত্রে পস মেশিনের ব্যবহারকে অনেকটাই ঝুঁকিপূর্ণ উল্লেখ করে, জালিয়াতি রোধে গ্রাহক সচেতনতার কোন বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা। নগদ টাকা বহনের ঝুঁকি এড়ানোর পাশাপাশি সেবাগ্রহণের পর বিল পরিশোধে স্বাচ্ছন্দ্যের কারণে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের দিকেই ঝুঁকছেন গ্রাহকরা। সম্প্রতি এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘটনার পর পস মেশিনে এসব কার্ড ব্যবহারের সময় কতটা সচেতন থাকেন গ্রাহকরা? এমন প্রশ্নে রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেল নিজেরা সচেতন না থেকে বিল পরিশোধ করতে শুধু বিশ্বাস রেখে নির্দ্বিধায় কাউন্টারে কার্ড দিয়ে দিচ্ছেন গ্রাহকরা।
×