ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কৃষি প্রক্রিয়াকরণে কর্মসংস্থানের সম্ভাবনা

প্রকাশিত: ০৪:০৮, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

কৃষি প্রক্রিয়াকরণে কর্মসংস্থানের সম্ভাবনা

অর্থনৈতিক রিপোর্টার ॥ কৃষি প্রক্রিয়করণ শিল্পে ব্যাপক কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। একে কাজে লাগাতে উদ্যোক্তা উন্নয়নের পাশাপাশি সরকারী-বেসরকারী সমন্বয় জরুরী বলে মনে করা হচ্ছে। এসডিজি বাস্তবায়ন এবং জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে কৃষি পণ্যের প্রক্রিয়াকরণকেই গুরুত্ব দেয়ার তাগিদ দেয়া হয়েছে। শনিবার রাজধানীর সানরাইজ প্লাজায় আয়োজিত শ্রমবাজার তথ্য শীর্ষক এক সেমিনারে এ তাগিদ দেয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের এগ্রো প্রডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ এগ্রো প্রসেসরস এ্যাসোসিয়েশন (বাপা) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস, বিশেষ অতিথি ছিলেন বাপার উপদেষ্টা প্রফেসর মোসলেম আলী। স্বাগত বক্তব্য রাখেন বাপার সাধারণ সম্পাদক খুরশীদ আহমাদ ফরহাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. শ্রীকান্ত শীল। প্রধান অতিথির বক্তব্যে সুষেণ চন্দ্র দাস বলেন, শ্রম বাজার বলতে আমরা সাধারণত বিদেশের বাজারকেই বুঝি। কিন্তু দেশের অভ্যন্তরে যে বাজার সৃষ্টির সুযোগ রয়েছে সেটিকেও কাজে লাগাতে হবে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য অনুযায়ী কর্মসংস্থান বাড়াতে হলে কৃষি প্রক্রিয়াকরণ শিল্পকে এগিয়ে নিতে হবে। এ জন্য ত্রিমুখী সমন্বয় প্রয়োজন। অর্থাৎ উদ্যোক্তাদের বিনিয়োগ, সরকারের পলিসি সাপোর্ট এবং একাডেমিকদের ইনভেশন প্রয়োজন। তিনি বলেন, সরকার ব্যবসা করে না। শিল্প নীতির পুরোটাই বেসরকারী খাতের জন্যই বলা যায়। এই সুযোগ কাজে লাগাতে হবে। সূত্র জানায়, কৃষি প্রক্রিয়াকরণ শিল্পে উদ্যোক্তা তৈরিতে কাজ করছে বাংলাদেশ এগ্রো প্রসেসরস এ্যাসোসিয়েশন (বাপা) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
×