ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৪:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

পুঁজিবাজারে সূচকের সঙ্গে  লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সঙ্গে কমেছে সব ধরনের সূচক। সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ১১ দশমিক ৬৩ শতাংশ। তবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রবিবার বন্ধ ছিল পুঁজিবাজার। সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন হয়েছে চার কার্যদিবস। জানা গেছে, আগের সপ্তাহের চেয়ে ডিএসইতে শেয়ার লেনদেন কমেছে ২৬১ কোটি টাকার। আলোচ্য সপ্তাহে ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ১ হাজার ৯৮৪ কোটি ৮৬ লাখ টাকার। আর আগের সপ্তাহে শেয়ার লেনদেন হয়েছিল ২ হাজার ২৪৬ কোটি ১৬ লাখ টাকার। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯৪ দশমিক ৯১ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ১ দশমিক ৯১ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২ দশমিক ২৮ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৯০ শতাংশ। এদিকে, ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স সূচক কমেছে দশমিক ৪৪ শতাংশ বা ২০ দশমিক ১০ পয়েন্ট। শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ৯০ শতাংশ বা ১০ দশমিক ১৮ পয়েন্টে। সপ্তাহের ব্যবধানে ডিএস৩০ সূচক কমেছে দশমিক ৭৪ শতাংশ বা ১৩ দশমিক ০১ পয়েন্ট। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১০টি কোম্পানির। আর দর কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। আর লেনদেন হয়নি ৩টি কোম্পানির শেয়ার। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কা বাংলা ফাইন্যান্স, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার, কাসেম ড্রাইসেল, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, আমান ফিড ও সিএমসি কামাল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কা বাংলা ফাইন্যান্স, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, তাল্লু স্পিনিং, ঢাকা ডাইং, ফনিক্স ফাইনান্স, সিএমসি কামাল, ডেফোডিল কম্পিউটার, ফারইস্ট ফাইনান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আমান ফিড ও মিরাকল ইন্ডাস্ট্রিজ। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : প্রাইম ফাইন্যান্স, সামিট এ্যালায়েন্স পোর্ট, কে এ্যান্ড কিউ, কাসেম ড্রাইসেল, ডেল্টা ব্র্যাংক হাউজিং, শ্যামপুর সুগার মিল, এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, লিব্রা ইনফিউশন ও আজিজ পাইপস। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৪২ কোটি ২৭ লাখ টাকার শেয়ারের। আর এ বাজারের প্রধান সূচক বেড়েছে দশমিক ১৬ শতাংশ। সিএসইতে তালিকাভুক্ত মোট ২৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৪টি কোম্পানির। আর দর কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। আর লেনদেন হয়নি ৩টি কোম্পানির শেয়ার।
×