ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৫০, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

টুকরো খবর

গাজীপুরে তিন অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৭ ফেব্রুয়ারি ॥ গাজীপুরে পৃথক ৩টি অগ্নিকা-ের ঘটনায় মালামালসহ কাভার্ড ভ্যান ও দুইটি গোডাউন পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের টেকনগরপাড়া এলাকার মাল্টি প্লাস ইন্ডাস্ট্রিজ কারখানায় শনিবার ভোররাতে কাগজের রোল ভর্তি একটি কভার্ডভ্যান কারখানায় প্রবেশের সময় বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে কাভার্ডভ্যানের উপর পড়ে সেটিতে আগুন ধরে যায়। এদিকে শুক্রবার গভীর রাতে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার নূর পেপার হাউস নামে একটি দোকানের গুদামে অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে গুদামের মালামাল পুড়ে পাঁচ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তার ধারণা। অপরদিকে কালিয়াকৈর উপজেলার সফিপুরের বালিরটেক এলাকায় উন্মুক্তস্থানে রাখা ঝুটে কে বা কারা শুক্রবার গভীর রাতে আগুন ধরিয়ে দেয়। চট্টগ্রামে আগুন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে একটি জুতার মার্কেটে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর দেড়টার দিকে নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকার নূপুর মার্কেটে এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ৮ স্বর্ণের বার উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর নিকট থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার সকালে দুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা মোঃ পারভেজ নামে এক যাত্রীর নিকট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকা। চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার রিজভি আহমেদ জানান, শনিবার সকাল ১০টা ২০ মিনিটে পারভেজ দুবাই’র বিমানে করে চট্টগ্রামে আসেন। তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। দুই ভাইয়ের মৃত্যু স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিরাজদিখানে রায়হান (৪) ও জিহাদ (২) নামে দুই ভাইয়ের সলিল সমাধি হয়েছে। শনিবার উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরায় এ ঘটনা ঘটে। তাদের বাবার নাম বাচন মাতব্বর। স্থানীয়রা জানান, বাড়ির পাশে একটি পুকুরে দুই ভাই খেলা করছিল। হঠাৎ জিহাদ পুকুরে পড়ে গেলে তাকে তুলতে বড় ভাই রায়হান পানিতে নামে। এরপর দুজনেই পানিতে ডুবে যায়। পরে দুই ভাইয়ের মৃতদেহ বিকেলে ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। বিপুল চোলাই মদ ধ্বংস পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে আদালতে নির্দেশে বিপুল পরিমাণ চোলাই মদ আগুন লাগিয়ে ধ্বংস করেছে সদর থানা পুলিশ। শনিবার সকালে খাগড়াছড়ি সদর সার্কেলের এএসপি রইছ উদ্দিনের নেতৃত্বে সদর থানার সামনে ২৬৩ লিটার চোলাই মদ আগুন লাগিয়ে ধ্বংস করা হয়। স’মিলে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ২৭ ফেব্রুয়ারি ॥ শনিবার সকালে টঙ্গীর উত্তর আউচপাড়া, খাঁপাড়া এলাকায় আমেনা ডোর এ্যান্ড সাইজ কাঠ স্টোরের স’মিলে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ১০টি মেশিন, ৭-৮ হাজার কেভি কাঠ পুড়ে গেছে।
×