ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্ষুধার্ত মেছোবাঘ লোকালয়ে

প্রকাশিত: ০৩:৫০, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

ক্ষুধার্ত মেছোবাঘ  লোকালয়ে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৭ ফেব্রুয়ারি ॥ শিকারের খোঁজে লোকালয়ে এসে নিজেই ধরা পড়ল। ক্ষুধার্ত এমন একটি মেছোবাঘ পশ্চিম বাদুরতলী গ্রামে ধরা পড়েছে। কৌতূহল গ্রামবাসীর মারধরে বাঘটি গুরুতর আহত হয়েছে। মেছোবাঘটিকে স্থানীয় বনকর্মীরা উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে। শনিবার সকালে বাঘটি ধরা পড়ে। বাঘ আটকের খবরে বাদল হাওলাদারের বাড়িতে মানুষ ভিড় জমায়। বনকর্মী আউয়াল মিয়া জানান, মেছোবাঘটি প্রায় তিন ফুট লম্বা। কবি জীবনানন্দ উৎসব স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে শুরু হয়েছে চার দিনব্যাপী জীবনানন্দ উৎসব। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা ১১টায় বিভাগীয় কমিশনার মোঃ গাউস অশ্বিনী কুমার টাউন হলে এই উৎসবের উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি চার দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেছেন। এ সময় উপস্থিত ছিলেনÑ জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান, প্রবীণ গণসঙ্গীতশিল্পী আক্কাস হোসেন, সৈয়দ দুলাল প্রমুখ।
×