ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে চাঁদাবাজি হোটেল ভাংচুর ॥ ছাত্রলীগ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ

প্রকাশিত: ০৩:৫০, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

রাজশাহীতে চাঁদাবাজি  হোটেল ভাংচুর ॥ ছাত্রলীগ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে মদ্যপ অবস্থায় একটি খাবার হোটেলে চাঁদা দাবির সময় ছাত্রলীগের দুই নেতাকর্মীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। হোটেল মালিক ও তার কর্মচারীরা ধরে তাদের পুলিশে দেয়। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর মাস্টারসেফ হোটেলে এ ঘটনা ঘটে। এরা হলো রাজশাহী মহানগর ছাত্রলীগের সহসভাপতি রমজান আলী জনি ও কর্মী সাগর। নগরীর লক্ষ্মীপুর এলাকার মাস্টারসেফ বাংলা রেস্তরাঁর মালিক শফিকুজ্জামান সুজন জানান, রাত সাড়ে ১২টার দিকে মদ্যপ অবস্থায় এসে জনি ও সাগর মোটা অংকের চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকার করায় জনি ও সাগর হোটেলের ব্যবসায়ী পার্টনার নিজাম হোসেন রানার মোটরসাইকেল এবং হোটেলের আসবাবপত্র ভাংচুর করে। একপর্যায়ে স্থানীয় লোকজন এবং হোটেল কর্মচারীদের সহযোগিতায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের সুবর্ণজয়ন্তী নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৭ ফেব্রুয়ারি ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, প্রত্যেক শিক্ষার্থীকে তথ্য ও প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষায় উন্নতি করতে হবে। বিজ্ঞানমনস্ক বিশ্বনাগরিক হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে রূপান্তর করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা যে ভিশন ঘোষণা করেছেন, তার সফল বাস্তবায়ন করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। শনিবার দুপুরে জামালপুরের নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের ৫০ বছর পূর্তি উৎসব সূবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজ সম্পর্কে মন্ত্রী বলেন, এ কলেজটি আজ ৫০ বছর পূর্ণ করেছে। এ শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করে দেশে-বিদেশে উচ্চতর অঙ্গনে নিজেদের অবস্থান সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। কেননা শিক্ষা ছাড়া উন্নতি লাভ করা সম্ভব না। বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে হলে আমাদের ভাল করে জ্ঞান অর্জন করতে হবে এবং অর্জিত জ্ঞান দেশের কাজে লাগাতে হবে। যারা কলেজ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত এবং জীবিত নেই তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। সাবেক ভূমিমন্ত্রী, জামালপুর সদর-৫ আসনের সাংসদ, কলেজ গবর্নিং বডির সদস্য রেজাউল করিম হীরা এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফ হোসেন তরফদার। বিশেষ অতিথি ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) থেকে নির্বাচিত সংসদ সদস্য, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ বাকীবিল্লাহ, কলেজের প্রধান পৃষ্ঠপোষক শেখ মোঃ আনোয়ার হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে নতুন ও পুরাতন মিলে সাড়ে পাঁচ হাজারের মতো শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উস্কানিমূলক বক্তব্য ॥ মহেশখালীতে পুলিশসহ আহত ৮ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালী মাতারবাড়ীতে পুলিশ ও ওয়াজ শ্রোতাদের মধ্যে ধস্তাধস্তি ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনায় আহত হয়েছেন পুলিশের ফাঁড়ি ইনচার্জসহ ৮ জন। শুক্রবার রাত ১০টার দিকে মাতারবাড়ী হাই স্কুল মাঠে পুলিশ-জনতার মধ্যে এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাতারবাড়ী আশেকে সুন্নাত রাসূল (সা) পরিষদ আয়োজিত দুই দিনব্যাপী সুন্নী সম্মেলনের শুক্রবার ছিল শেষ দিন। রাতে মাতারবাড়ী হাই স্কুল মাঠে সুন্নী সম্মেলনে শেষ দিনের ওয়াজে মাওলানা সোহাগ গাজী তাফসির শুরুর পরপরই সরকারবিরোধী এবং উস্কানিমূলক বক্তব্য রাখতে থাকেন। এ সময় স্থানীয় জনতা মাওলানার এহেন বক্তব্য উত্তেজনা সৃষ্টির আশঙ্কা বলে স্থানীয় ফাঁড়ি পুলিশকে অবহিত করে। দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ সদর উপজেলার লক্ষ্মীতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও প্রায় ১৫ জন। শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী বাবলু এন্টারপ্রাইজের একটি বাস লক্ষ্মীতলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল বাসের চাকার নিচে ঢুকে পড়লে মোটরসাইকেলে থাকা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বড়বাউল এলাকার দ্বীনেশ চন্দ্র রায় (৬৫) ও তার স্ত্রী শ্যামলতা রায় (৬০) ঘটনাস্থলেই নিহত হন। দ্বীনেশ চন্দ্র রায় স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় শ্যামলতা রায়ের বোন মালতী রানী রায়সহ বাসের প্রায় ১৫ যাত্রী আহত হয়। আহতদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৌলতপুরে প্রার্থী বাছাই নিয়ে বিএনপির বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, ২৭ ফেব্রুয়ারি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে টাকার বিনিময়ে বিএনপি দলীয় প্রার্থী নির্বাচন করায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা দৌলতপুর বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার বিকেল ৪টায় উপজেলার আড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দৌলতপুর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা নুরুজ্জামান হাবলু মোল্লা ও আড়িয়া ইউনিয়নের বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান সেন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দৌলতপুর বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা মোটা অংকের অর্থের বিনিময়ে বিএনপি দলীয় যোগ্য নেতাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন না দিয়ে অযোগ্য ও অসৎ ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন, যা কোনভাবেই মেনে নেয়া যায় না।
×