ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

টুকরো খবর

ট্রাকসহ ডাকাত আটক নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৭ ফেব্রুয়ারি ॥ ধামরাইয়ে একটি স্টিল কর্পোরেশনে ডাকাতির সময় ডাকাত ও পুলিশের গুলিবিনিময় হয়েছে। এ সময় দেশী অস্ত্র ও ট্রাকসহ (ঢাকা-ন-৫৯৩৪) এক ডাকাতকে আটক করে পুলিশ। শনিবার রাতে ধামরাই থানা রোড এলাকায় ‘তৌহিদ স্টিল কর্পোরেশনে’ এ ঘটনা ঘটে। জানা গেছে, শেষ রাতে ওই প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে একদল ডাকাত দোকানের মালামাল লুট করে। এ সময় ওই এলাকায় টহল পুলিশ বিষয়টি টের পায়। পরে ডাকাতরা পুলিশ আসার বিষয়টি টের পেয়ে লুণ্ঠিত মালামাল সঙ্গে নিয়ে আসা একটি ট্রাকযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। পরে পুলিশ পিছু ধাওয়া করে নবীনগর বাসস্ট্যান্ড থেকে দেশী অস্ত্র ও ট্রাকসহ শাহিন নামের ডাকাতকে আটক করে, তবে অন্যরা পালিয়ে যায়। মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৭ ফেব্রুয়ারি ॥ জেলায় কলেজছাত্র আহাদুল শেখকে (১৮) হত্যার অভিযোগে সড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনের নড়াইল-যশোর সড়ক অবরোধ করে। এ সময় আহাদুল হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন ছেলের পিতা হেদায়েত শেখ, মাতা রেবা বেগম, এলাকাবাসী রাকিব সিকদার নয়ন, মামুন প্রমুখ। গত ২৪ ফেব্রুয়ারি নড়াইল পৌরসভার দক্ষিণ নড়াইল গ্রামের হেদায়েত শেখের ছেলে ও নড়াইল পলিটেকনিক স্কুল এ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আহাদুল ইসলামের মৃতদেহ তার প্রেমিকার বাড়ির পাশ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে পুলিশ। ভৈরব প্রেসক্লাবের নির্বাচন নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২৭ ফেব্রুয়ারি ॥ ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মনসুর নির্বাচিত হয়েছেন। এছাড়াও অন্যান্য পদে সিনিয়র সহসভাপতি এসএম বাকীবিল্লাহ, সহসভাপতি হাজী আব্দুস সাদেক হোসেন, সিনিয়র সহকারী সম্পাদক মনিরুজ্জামান ময়না, সহসম্পাদক পদে আব্দুল হেকিম রায়হান, দফতর সম্পাদক আক্তারুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহিন মোল্লা, কোষাধ্যক্ষ আব্দুর রউফ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান আমিন, সমাজকল্যাণ বিল্লাল হোসেন মোল্লা, পাঠাগার সম্পাদক আলমগীর আলম, ক্রীড়া সম্পাদক শওকত আলী, নির্বাহী সদস্য পদে তুহিন মোল্লা, আব্দুল হাকিম, সোহেল সাশ্রু, আদিল উদ্দিন আহমেদ, সত্যজিৎ দাস ধ্রুব, কাজী আব্দুল্লাহ আল মাছুম, নজরুল ইসলাম রিপন ও সালাহউদ্দিন বিরু নির্বাচিত হয়েছেন। মোহনগঞ্জে বিদ্যুত সংযোগ নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ২৭ ফেব্রুয়ারি ॥ মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের পাইলাটি গ্রামের ২০৪ পরিবারের মাঝে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়া হয়েছে। শনিবার দুপুরে এ নতুন বিদ্যুত সংযোগ উদ্বোধন করেন পৌর মেয়র লতিফুর রহমান রতন। এ উপলক্ষে পল্লী বিদ্যুত সমিতির মোহনগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ দিলীপ দত্ত, কারুল হাসান ইমতিয়াজ, আমিনুল ইসলাম সোহেল, রাসেল উদ্দিন প্রমুখ। বাল্যবিয়ে ॥ জামাই-শ্বশুরের দ- নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৭ ফেব্রুয়ারি ॥ লোহাগড়ার পল্লীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ হয়েছে। বাল্যবিয়ের দায়ে জামাই ও শ্বশুরকে ৭ দিনের কারাদ- দেয়া হয়েছে। জানা গেছে, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের তৈলক্ষ্যপাড়ার আজিজার মলিকের ও স্থানীয় আলিয়া মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রী শাহানারা খানমের (১৪) সঙ্গে সদর উপজেলার ধোন্দা গ্রামের শাহীদুর রহমানের ছেলে মামুনুর রহমান সুমনের (২৩) শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল। বিকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ওই বাল্যবিয়ে বন্ধ করে দেন এবং বাল্যবিয়ের দায়ে বর মামুনুর রহমান সুমন ও মেয়ের পিতা আজিজার মল্লিককে ৭ দিনের কারাদ-ের রায় দেন। শিক্ষা উপকরণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, ফেনী, ২৭ ফেব্রুয়ারি ॥ ফেনীতে শ্রমজীবী পথ শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করেছে রোটারেক্ট ক্লাব অব ফেনী অপূর্ব। শনিবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শহরের গোডাউন কোয়ার্টারের শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ শিশুকে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসব শ্রমজীবী শিশুরা রাস্তার কাগজ কুড়ানো, বাজারের ব্যাগ বহন করা, রাস্তায় হেঁটে হেঁটে দিনভর চা বিক্রয় করে থাকে। শিশুকল্যাণ ট্রাস্ট এসব শিশুদের অক্ষর জ্ঞান দেয়ার লক্ষ্যে এ প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে। নৌর‌্যালি নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৭ ফেব্রুয়ারি ॥ সরকার ঐতিহ্যবাহী শুভ্যাঢা খালকে উদ্ধার করে ও কেবল নিয়ন্ত্রণ ও রক্ষাণাবেক্ষণের অভাবে ১০ কোটি টাকা ব্যয়ে নব্য ফিরিয়ে আনলেও তা ধরে রাখতে পারেনি। সেই খাল আবার পুনঃদখল ও ভরাট পক্রিয়া শুরু হয়েছে। আমরা আর উদ্ধার খেলা নয়, আমরা চাই দখল ও দূষণমুক্ত কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল ও বুড়িগঙ্গা। শনিবার সকালে কেরানীগঞ্জের আলম মার্কেট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে নৌর‌্যালি শেষে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান এ কথা বলেন।
×