ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচার চালিয়ে স্বামী পলাতক তানোরে আড়াই বছরে দুই স্ত্রীর একইভাবে আত্মহত্যা

প্রকাশিত: ০৩:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

প্রচার চালিয়ে স্বামী পলাতক তানোরে আড়াই বছরে দুই স্ত্রীর একইভাবে  আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আড়াই বছর আগে যেভাবে স্বামীর ঘর থেকে প্রথম স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছিল একইভাবে উদ্ধার করা হলো দ্বিতীয় স্ত্রীর লাশ। এবারও আত্মহত্যা বলে প্রচার করা হয় স্বামীর পক্ষ থেকে। তবে স্বামীর ঘর থেকে ঝুলন্ত অবস্থায় দুই স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। এলাকাবাসীর ধারণা হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনা ঘটেছে তানোর উপজেলার শিবরামপুর গ্রামে। সর্বশেষ শনিবার গ্রামের শাহলালের ছেলে শহিদুল ইসলামের দ্বিতীয় স্ত্রী পাপিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানান, শিবরামপুর গ্রামের শাহলালের ছেলে শহিদুল ইসলাম প্রথম বিয়ে করেন চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকার শাকিলা খাতুনকে। ২০১৩ সালের ৬ জুলাই শাকিলা নিজ ঘরে গলায় ওড়না জড়িয়ে তীরের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। ওই ঘটনায় সে সময়ে তানোর থানায় অপমৃত্যুর মামলা হয়েছিল। এর এক বছর পর শহিদুল ইসলাম মু-ুমালা উত্তরাপাড়া গ্রামের পাপিয়া নামের এক মেয়েকে বিয়ে করেন। শনিবার সকালে একই ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন পাপিয়া। সকালে পুলিশ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় পাপিয়ার লাশ উদ্ধার করে। এ ঘটনার পর আত্মহত্যার প্রচার চালিয়ে শহিদুল ইসলামসহ পরিবারের সবাই পলাতক আছে। এদিকে একই কায়দায় দুই স্ত্রীর আত্মহত্যার ঘটনায় এলাকাবাসীর মনে সন্দেহ দানা বেঁধে উঠেছে। রংপুর বিভাগে গ্যাস, কৃষি বিশ্ববিদ্যালয় দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৭ ফেব্রুয়ারি ॥ রংপুর বিভাগের ৮টি জেলায় গ্যাস সরবরাহ, গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বিভিন্ন দাবিতে শনিবার গাইবান্ধা প্রেসক্লাবসংলগ্ন স্টেশন রোডের কাছারি বাজারে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। রংপুর বিভাগ সমিতি, ঢাকা এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেনÑ রংপুর বিভাগীয় সমিতির সভাপতি আব্দুল্লাহ আল নাসের, সহ-সভাপতি নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ নুরুন নবী, মফিদুল ইসলাম, মনিরুজ্জামান জুয়েল, মীর তৌহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, দেশের পিছিয়ে থাকা জনপদ আজকের রংপর বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল।
×