ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পনেরো মাস বেতন পান না রাজীবপুরের ৩০ গ্রামপুলিশ

প্রকাশিত: ০৩:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

পনেরো মাস বেতন পান না রাজীবপুরের ৩০ গ্রামপুলিশ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রাজীবপুর তিন ইউনিয়ন পরিষদের সচিব, দফাদার ও গ্রামপুলিশ (মহল্লাদার) গত ১৫ মাস বেতন পাচ্ছেন না। উপজেলার হাটবাজার লব্দের আয়ের শতকরা ৪০ ভাগ ও ভূমি হস্তান্তরের শতকরা ১ ভাগ টাকায় তাদের বেতন পরিশোধের সরকারী নিয়ম থাকলেও এখানে তা মানা হয়নি। বেতন-ভাতা না পেয়ে দফাদার, গ্রামপুলিশের ৩০ পরিবার মানবেতর জীবনযাপন করছে। গত ২০১৪ সালের অক্টোবর থেকে গত জানুয়ারি পর্যন্ত ১৫ মাসের বেতন পাননি পরিষদের সচিব, দফাদার ও গ্রামপুলিশ। এদের মধ্যে আয়নাল হক (৪৫) নামের গ্রামপুলিশ তীব্র অভাবে বিনা চিকিৎসায় বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি মোহনগঞ্জ ইউনিয়নে চাকরি করতেন। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু অভিযোগ করেন, টাকার অভাবে প্রয়োজনীয় চিকিৎসা পাননি তিনি। শ্রী শ্যামল চন্দ্র নামের এক দফাদার অভিযোগ করে বলেন, ‘বেতন না পাওয়ায় আমাদের স্ত্রী-সন্তানরা না খেয়ে জীবনযাপন করছে। আয়নালের মতো আমাদেরও না খেয়ে মরার মতো অবস্থা হয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার হাটবাজার ইজারার আয় থেকে শতকরা ৪০ ভাগ ও উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের ভূমি হস্তান্তর আয় থেকে শতকরা ১ ভাগ টাকা উপজেলা রাজস্ব ফান্ডে জমাদানের সময় শতকরা ওই হারে টাকা ইউনিয়ন পরিষদের ফান্ডে জমা দেয়ার নিয়ম রয়েছে। কিন্তু রাজীবপুরে হাটবাজার ইজারা ও ভূমি হস্তান্তরের আয়ের টাকা উপজেলা রাজস্ব ফান্ডে জমা করলেও ইউনিয়ন পরিষদের ভাগের প্রাপ্য টাকা দেয়া হয়নি। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আগে কী হয়েছে তা জানি না। এখন থেকে গ্রামপুলিশ ও দফাদারদের নিয়মিত বেতন-ভাতা দেয়া হবে। চাচার লালসার শিকার ৮ বছরের শিশু নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৭ ফেব্রুয়ারি ॥ বগুড়ার আদমদীঘি উপজেলার বশিকোড়া গ্রামে আপন চাচা আইরুল ইসলাম (৩৫) নামের এক নরপশুর লালসার শিকার হয়েছে আপন ভাতিজী ৮ বছরের শিশুকন্যা। ওই শিশুকন্যা আদমদীঘির কড়ই মাদরাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী। সে এখন রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে। এ ঘটনায় শিশুর বাবা রিক্সাচালক আব্দুর রশিদ বাদী হয়ে শনিবার দুপুরে আদমদীঘি থানায় সৎ ভাই আইরুল ইসলামকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ঘটনাটি এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। জানা গেছে, শুক্রবার বিকেলে বশিকোড়া দক্ষিণপাড়ার বাসিন্দা শিশুর দাদি রওশন আরা বাড়ির কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য ওই মাদরাসা ছাত্রীকে পাশের কড়ইবাজারে পাঠায়। বাজারে শিশুর সঙ্গে দেখা মেলে চাচা আইরুল ইসলামের। এরপর আইরুল ইসলাম ভাতিজীকে নিজের হেফাজতে রাখে। সে তার লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে ভাতিজীকে নিয়ে বাজারের বিভিন্ন স্থানে ঘোরাঘুরির মাধ্যমে পুরো বিকেল শেষ করে। এভাবে সন্ধ্যা ঘনিয়ে আসার পর আইরুল শিশুকে নিয়ে বাড়ি ফেরার জন্য রওনা দেয়। কানপাড়া নামক নির্জন স্থানে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটি অনেক কষ্টে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে। শিশু গৃহপরিচারিকাকে নির্যাতন ॥ বরিশালে গৃহকর্তা হাজতে স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর কালুশাহ সড়কের একটি বাসায় শিশু গৃহপরিচারিকা মুক্তা খানমকে নির্যাতনের ঘটনায় শনিবার সকালে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। থানার এসআই মোঃ দেলোয়ার হোসেন বাদী হয়ে শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন। জানা গেছে, শিশু গৃহপরিচারিকা নির্যাতনের ঘটনার গ্রেফতারকৃত গৃহকর্তা একটি বেসরকারী প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নুরুল আহাদ রানাকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। অপর নির্যাতনকারী গৃহকত্রী ও মামলার আসামি নুসরাত জাহান পিংকিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি শাখায়াত হোসেন জানান, শুক্রবার সন্ধ্যার পরে উদ্ধারকৃত মুক্তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানার ভিক্টিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। শিশু মুক্তার বরাত দিয়ে ওসি জানান, মুক্তার বাড়ি ভোলা জেলায়। সে তার মায়ের নাম তাসলিমা সুরমা বলতে পারলেও বাবার নাম বলতে পারছে না। ঈশ্বরদীতে সিম নিবন্ধনে টাকা আদায় স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন ফরম না থাকার অজুহাত দেখিয়ে ঈশ্বরদীতে মোবাইল সিম রেজিস্ট্রেশনে ১০ টাকা করে আদায় করা হচ্ছে। সম্প্রতি সরকারের পক্ষ থেকে বায়োমেট্র্রিক পদ্ধতিতে বিভিন্ন কোম্পানির গ্রাহকদের সিম রেজিস্ট্রেশনের জন্য আদেশ জারি করা হয়। তারপর থেকেই সকল মোবাইল অপারেটর কোম্পানিই তাদের গ্রাহকদের সিম রেজিস্ট্রেশন করার জন্য সংশ্লিষ্ট দোকান ও এজেন্টকে দায়িত্ব দেয়। প্রতিটি সিম রেজিস্ট্রেশনের জন্য কোম্পানি থেকে সংশ্লিষ্ট দোকান ও এজেন্টদের একটি নির্ধারিত কমিশন দেয়া হচ্ছে। তারপরও এজেন্ট ও দোকানদাররা সিম রেজিস্ট্রেশনে প্রতি গ্রাহকদের কাছ থেকে ১০ টাকা করে আদায় করছে। প্রত্যক্ষদশী, ভুক্তভোগী গ্রাহক এবং সংশ্লিষ্ট দোকানে খোঁজ নিয়ে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গ্রামীণ ডিস্টিবিউটর হাউজের পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক হিরোক জানান, সিম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোন এজেন্ট বা দোকানদার গ্রাহকদের নিকট থেকে কোন প্রকার টাকা নিতে পারবে না। বরং গ্রামীণফোন কোম্পানি সিম রেজিস্ট্রেশনকারীকে বোনাস হিসাবে নয় টাকায় এক জিবি ইন্টারনেট ব্রাউজিং সুবিধা দিচ্ছে। নির্যাতিত গৃহবধূর সন্তান স্বজনের কাছে নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৭ ফেব্রুয়ারি ॥ ঝিনাইদহে নির্যাতিত গৃহবধূ নুরুনন্নাহারের সন্তানদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে সদর থানায় পুলিশ ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শিশু রিয়াদ (৯) ও হৃদয় (৮) তাদের দুই মামা আব্দুল খালেক ও জামাল হোসেনের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া নির্যাতনকারী সতিনের মেয়ে কাজল রেখা (৪) মানবাধিকার সংস্থার হেফাজতে রয়েছে। ওসি হাসান হাফিজুর রহমান জানান, নির্যাতিত ১ম স্ত্রী নুরুননাহার ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন থাকায় তার সন্তারদের স্বজনদের কাছে লালন পালনের জন্য দেয়া হয়েছে। ওয়ার্ল্ড ভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ‘১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী’ শুক্রবার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপÑউপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী এবং বোর্ড অব ট্রাস্ট্রিজের সেক্রেটারি ড. মুশফিক এম চৌধুরী। -বিজ্ঞপ্তি ছাত্রীকে চুমু ॥ প্রতিবাদে স্কুলে তালা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৭ ফেব্রুয়ারি ॥ ফুলছড়ি উপজেলার উদাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শনিবার তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ অভিভাবক ও গ্রামবাসী। প্রধান শিক্ষকের অপসারণ এবং অবিলম্বে তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষুব্ধ অভিভাবক ও গ্রামবাসী ওই এলাকায় প্রতিবাদ সমাবেশ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে চুমু দেয়ায় এ কর্মসূচী পালন করা হয়। জানা গেছে, বৃহস্পতিবার ক্লাসের মধ্যে সব শিক্ষার্থীর সামনেই প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ওই ছাত্রীর গালে চুমু দেন। পরে বিষয়টি নিয়ে জানাজানি ও কানাকানি শুরু হয়। এ ঘটনায় গ্রামবাসী ও অভিভাবকরা শিক্ষক জাহিদুল ইসলামের প্রতি বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত ওই শিক্ষক ফুলছড়ি উপজেলা শিক্ষক সমিতিরও সাধারণ সম্পাদক। ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে আশ্বাস প্রদান করলে বিক্ষুব্ধ অভিভাবক ও গ্রামবাসী কর্মসূচী প্রত্যাহার করে নেন।
×