ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাঁশখালী বেইলি ব্রিজ মরণ ফাঁদ

প্রকাশিত: ০৩:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

বাঁশখালী বেইলি ব্রিজ মরণ ফাঁদ

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২৭ ফেব্রুয়ারি ॥ চট্টগ্রাম-কক্সবাজারের বিকল্প সড়ক বাঁশখালীর চাম্বল এলাকার বেইলি ব্রিজ যেকোন মুহূর্তে ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে। ব্রিজের পাটাতনে ফাটল ও দেবে গেছে। দীর্ঘদিন থেকে সংস্কারবিহীন থাকায় মরণ ফাঁদে পরিণত হয়েছে এই ব্রিজ। ব্রিজ দেবে যাওয়ায় এ সড়কের যাতায়াত ব্যবস্থা যেকোন মুহূর্তে থমকে যাবে। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে যানবাহন ও যাত্রীরা। এ সড়ক দিয়ে কুতুবদিয়া, পেকুয়া, মগনামা, চকরিয়াসহ কক্সবাজারের লক্ষাধিক লোক যাতায়াত করে। তাছাড়া বাঁশখালীতে এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুত প্রকল্প ও মহেশখালী কুতুবদিয়া হয়ে বাঁশখালীর মধ্য দিয়ে গ্যাসলাইন সংযোগ চট্টগ্রামে যাচ্ছে। এই দুই প্রকল্পে কাজ করতে দেশী-বিদেশী অনেক লোকের সমাগম ঘটেছে এই উপজেলায়। তাই সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য যোগাযোগ মাধ্যম অন্যতম। বর্তমানে বেইলি ব্রিজটি দেবে যাওয়ার কারণে ওই এলাকায় প্রতিদিন অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে। যানজটের ফলে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছেছে। এই যখন সড়ক ও বেইলি ব্রিজের অবস্থা তখন শনিবার সড়ক ও জনপদ দোহাজারী বিভাগের নির্বাহী প্রকৌশলী তোফাইল মিয়া ব্রিজ সংস্কারে জরুরীভিত্তিতে লোক পাঠানো হয়েছে দাবি করে জনকণ্ঠকে জানান, এ বেইলি ব্রিজটির নির্মাণ প্রকল্প যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী অর্থবছরেই এ বেইলি ব্রিজ নির্মাণ করা হবে। যাত্রী দুর্ভোগ লাঘবে প্রাথমিকভাবে বেইলি ব্রিজটির মেরামত করা হবে। এ বিষয়ে চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী জানান, যুদ্ধাপরাধের দায়ে দ-প্রাপ্ত আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের দিন জামায়াত-শিবির কর্মীরা এই ব্রিজের পাটাতন খুলে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল। সেই থেকে এ ব্রিজের বেহাল দশা। অচিরেই ব্রিজটি নির্মাণ করা না হলে লাখো মানুষ দুর্ভোগ পোহাবে।
×