ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যৌতুকের জন্য গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন

প্রকাশিত: ০৩:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

যৌতুকের জন্য গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ যৌতুকের জন্য রংপুরে তাহমিনা বেগম (৩০) নামের এক গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে স্বামী, শাশুড়ি ও ননদ। এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। দগ্ধ ওই গৃহবধূ এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। এ ঘটনায় পুলিশ তার স্বামী আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে। শুক্রবার ভোরে রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরানী দাদন গ্রামে ঘটে এ ঘটনা। জানা গেছে, ফেরিওয়ালা স্বামী আব্দুল মান্নান ও তার মা আলেমা বেগম বিয়ের পর থেকেই ওই গৃহবধূর ওপর যৌতুকের জন্য নির্যাতন চালাত। এর আগেও বেশ কয়েকবার তাকে মারধর ও নির্যাতন চালিয়ে গুরুতর আহত করে। বৃহস্পতিবার রাতে বরই বিক্রেতা স্বামী বাসায় ফিরে একই বিষয়ে স্ত্রী তাহমিনার সঙ্গে ঝগড়া শুরু করে। এ সময় ঝগড়ায় জড়িয়ে পড়ে তার মা আলেমা বেগম ও ননদ ফরিদা বেগম। এরই একপর্যায়ে আলেমার হাতে থাকা কেরোসিনের কুপি খুলে তার শরীরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে নিমিশেই তার সমস্ত শরীর ও মুখম-ল পুড়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। শনিবার সকালে হাসপাতালে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি কথা বলতে পারছিলেন না। তবে তার খালা রমেছা বেগম জানান, বিয়ের পর থেকেই তার স্বামী মান্নান, শাশুড়ি আলেমা বেগম এবং ননদ ফরিদা তার ওপর নানাভাবে নির্যাতন চালাত। এর আগেও একবার নির্যাতনে সে দীর্ঘদিন কথা বলতে পারেনি।
×