ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুরোহিত হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ০৩:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

পুরোহিত হত্যার প্রতিবাদে  বিক্ষোভ সমাবেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচার দাবিতে সারাদেশে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ হয়েছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : দিনাজপুর ॥ শনিবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বক্তব্য রাখেনÑ দিনাজপুর হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সাধারণ সম্পাদক পরিমল চক্রবর্তী তপন প্রমুখ। নীলফামারী ॥ শনিবার দুপুর ১২টার দিকে ডোমার উপজেলা শহরের রেলঘুণ্টি এলাকায় ডোমার উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেনÑ গোড়াচাঁদ অধিকারী, নিখিল সাহা, রামনিওয়াশ আগরওয়ালা, শেখরচন্দ্র সাহা, উজ্জ্বল কানজিলাল প্রমুখ। সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোসাব্বের হোসেন। অপরদিকে জলঢাকা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ জলঢাকা শহরের জিরো পয়েন্ট মোড়ে বিকেল ৪টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেনÑ বাবু নির্মলেন্দু রায়, নিরঞ্জন রায়, লালবাবু রায়, মৃতুঞ্জয় রায় প্রমুখ। চাঁপাইনবাবগঞ্জ ॥ শনিবার বেলা ১১টায় শহরের সাটু হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে ফেডরেশনের পরিচালক প্রণব কুমার পাল, সভাপতি মৃণাল কান্তি পাল ও সাধারণ সম্পাদক তরুণ কুমার সাহাসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বরিশাল ॥ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর কমিটির উদ্যোগে শনিবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন চলাকালীন সমাবেশে মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ এ্যাডভোকেট স্বপন কুমার দত্ত, এ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, সুরঞ্জিত দত্ত লিটু, তাপসী বন্ধু ব্রহ্মচারী প্রমুখ। বক্তারা সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে পুরোহিত হত্যার সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। গাজীপুর ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাজীপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভাওয়াল রাজবাড়ি সড়কে বেলা ১১টা তেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনকালে পূজা উদযাপন পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি মনীন্দ্র চন্দ্র ম-লের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেনÑ মানিক চন্দ্র দে, অরুণ কুমার সাহা, নারায়ণ কুমার দাস, অখিল চন্দ্র পাল, সুভাষ দাস, উত্তম ঘোষ, দীপক দত্ত, মানিক চন্দ্র দাস প্রমুখ। প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেত্রকোনা ॥ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে শনিবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেনÑ এ্যাডভোকেট সীতাংশু বিকাশ আচার্য, অধ্যাপক সুব্রত রায় মানিক, অধ্যাপক রঞ্জিত কুমার সাহা, সুনীল বিশ্বাস, এ্যাডভোকেট জীবন কুমার সরকার, এ্যাডভোকেট তরুণ কমল বিশ্বাস, অধ্যক্ষ জয়রাম দাস ব্রহ্মচারী, প্রেমাঞ্জন দাস ব্রহ্মচারী, মনিরাম দাস প্রমুখ। হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় ইস্কন মন্দিরের ভক্ত ও সংগঠকরা এতে অংশগ্রহণ করেন। লক্ষ্মীপুর ॥ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে মহাসড়কের পার্শ্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেনÑ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট রতন লাল ভৌমিক, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, এ্যাডভোকেট শৈবাল কান্তি সাহা, সাংগঠনিক সম্পাদক শংকর মজুমদার, সদর সভাপতি সরোজ পাল, সাধারণ সম্পাদক গৌতম মজুমদার, সঞ্জয় কুরী, কমলনগর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিলন ম-ল, এ্যাডভোকেট প্রিয়লাল প্রমুখ। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নড়াইল ॥ শনিবার বেলা ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন কমিটি নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইলের রূপগজ্ঞ চৌরাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন এলাকার নারী-পুরুষ নির্বিশেষে নানা বয়সের কয়েক শ’ লোক মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেনÑ বাংলাদেশ পূজা উদযাপন কমিটি নড়াইল জেলা শাখার সভাপতি বাবু অশোক কুমার কু-ু, সাধারণ সম্পাদক কমলাক্ষী বিশ্বাস প্রমুখ। বক্তারা এ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ভোলা ॥ শনিবার বেলা ১১টায় ভোলা সদর রোডে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার লোক অংশ নেন। মানববন্ধন চলাকালে ভোলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অবিনাশ নন্দী, যুগ্ম-আহ্বায়ক ধ্রুব হাওলাদার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দে, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্ত ঘোষ, সাধারণ সম্পাদক জয় দে, প্রচার সম্পাদক লক্ষ্মণ দাস, মদন মোহন মন্দিরের সম্পাদক বিপ্লব কুমার পাল প্রমুখ।
×