ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩০ বছর পর মিলিত দুই বোন

প্রকাশিত: ০৩:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

৩০ বছর পর মিলিত দুই বোন

১৯৮৫ সালে কলম্বিয়ার আরমেরো শহরের তোলিমা ডিপার্টমেন্ট আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে বরফ ধসে দুই বোন জ্যাকুইলিন ও লোরেনা সানচেজ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ৩০ বছর পর পুনরায় মিলিত হয়েছেন। সে সময় শহরটির ২৯ হাজার বাসিন্দার মধ্যে ২০ হাজারের বেশি মারা যায়। বেঁচে যাওয়া দুই বোনকে পৃথক দুই পরিবার দত্তক নেয়। আরমান্দো আরমেরো ফাউন্ডেশন নামে এক সংস্থার সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো প্রচারের ফলে দুই বোন পরস্পরকে খুঁজে পান। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। -এএফপি
×