ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুর্নীতির অভিযোগে মোরালেসের সাবেক বান্ধবী গ্রেফতার

প্রকাশিত: ০৩:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

দুর্নীতির অভিযোগে মোরালেসের  সাবেক বান্ধবী  গ্রেফতার

বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের সাবেক বান্ধবীকে দুর্নীতির অভিযোগে একটি তদন্তের অংশ হিসেবে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। গ্যাব্রিয়েলা যাপাতা নামের ওই নারী চীনের একটি নির্মাণ প্রতিষ্ঠানে উচ্চপদে কর্মরত। সম্প্রতি ওই প্রতিষ্ঠান বলিভিয়ায় মোটা অংকের সরকারী কাজ পায়। তবে যাপাতার বিরুদ্ধে আনা সম্ভাব্য অভিযোগ সম্পর্কে বিস্তারিত কোনকিছু এখনও জানা যায়নি। মোরালেসের বিরোধী গণমাধ্যম অভিযোগ করেছে, প্রেসিডেন্ট হিসেবে প্রভাব খাটিয়ে তিনি সাবেক বান্ধবীর প্রতিষ্ঠানকে কয়েক মিলিয়ন ডলারের কাজ পাইয়ে দিয়েছেন। অবশ্য এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মোরালেস। মোরালেসকে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের সুযোগ দিতে সংবিধান সংশোধনের জন্য একটি প্রস্তাব নিয়ে গণভোটে হেরে যাওয়ার কয়েক দিনের মধ্যেই এ ঘটনা ঘটল। গণভোটে হেরে যাওয়ার পেছনে এই সাবেক বান্ধবীর প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়ার এ অভিযোগ ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকরা মনে করেন। তবে মোরালেস বলেছেন, এর মধ্য দিয়ে তার বিরুদ্ধে এক নোংরা যুদ্ধ শুরু হয়েছে। গত সপ্তাহে অনুষ্ঠিত গণভোটে ৯৯ দশমিক ৭ শতাংশ ভোট গণনার পর দেখা যায় ৫১ দশমিক ৩ শতাংশ ভোটার সংবিধান সংশোধন করে মোরালেসকে আর একদফা প্রেসিডেন্ট পদে রাখার প্রস্তাবের বিরোধিতা করেছেন। আর ৪৮ দশমিক ৭ শতাংশ ভোটার এ প্রস্তাব সমর্থন করেছেন।
×