ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিপাবলিকান দলের মনোনয়নের দৌড়ে বড় চমক

ট্রাম্পকে নিউজার্সির গবর্নর ক্রিস ক্রিস্টির সমর্থন

প্রকাশিত: ০৩:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

ট্রাম্পকে নিউজার্সির গবর্নর  ক্রিস ক্রিস্টির সমর্থন

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে নিউজার্সি অঙ্গরাজ্যের গবর্নর ক্রিস ক্রিস্টি সমর্থন দিয়েছেন। ক্রিস্টি শুক্রবার এ ঘোষণা দেন। এটিকে এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন লাভের লড়াইয়ের সবচেয়ে বড় চমক হিসেবে বিবেচনা করা হচ্ছে। দলীয় মনোনয়ন লড়াইয়ে ক্রিস্টি নিজেও একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। তবে বিভিন্ন নির্বাচনী জরিপ ও অঙ্গরাজ্যগুলোর লড়াইয়ে আশানুরূপ ফল না করায় পরে দলীয় মনোনয়ন লড়াই থেকে নিজেকে সরিয়ে নেন নিউজার্সির গবর্নর। খবর বিবিসি ও ইয়াহু নিউজের। যৌথ সংবাদ সম্মেলনে এই রিয়াল এস্টেট মুঘলকে বিশ্বাসী বন্ধু ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যবসায়ী বলে প্রশংসা করে ক্রিস্টি বলেন, ট্রাম্পই তাদের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনকে নবেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হারাতে পারবেন। তিনি বলেন, আমেরিকাকে দৃঢ় নেতৃত্ব প্রদানে কেউই ভালভাবে প্রস্তুত নন। যেমনটি দেশটির এখন প্রয়োজন। তিনি ট্রাম্পের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনিই একমাত্র যোগ্য, শক্তিশালী এবং কঠোর নেতা, যিনি একমাত্র আমেরিকার মহিমা পুনরুদ্ধার করতে পারবেন। ট্রাম্পই রিপাবলিকানদের পুনরায় হোয়াইট হাউস জয়ের সুযোগ করে দিয়েছেন। জুনিয়র সিনেটর টেড ক্রুজ ও মার্কো রুবিও আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত নন। এই দু’জনও প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলেন মনোনয়ন পেতে লড়াই করছেন। আগামী সপ্তাহে ১ মার্চের ‘সুপার টুয়েসডে’র আগে ক্রিস্টিও এই সমর্থন ট্রাম্পকে আরও এগিয়ে দিল। ওই দিন একসঙ্গে ১২টি অঙ্গরাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর বৃহস্পতিবার রাতে দলীয় বিতর্কে দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর সাঁড়াশি আক্রমণের একদিনই পরই ট্রাম্প এই সমর্থন পেলেন। মাত্র দুই সপ্তাহ আগেও ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকা ক্রিস্টিকে রিপাবলিকান এস্টাব্লিশমেন্টের একটি অংশ মনে করা হয়। ট্রাম্পের বিতর্কিত বক্তব্যেও কারণে সাবধানী ভোটারদের নিউজার্সির গবর্নর নিশ্চিয়তা দিতে পারবেন যে, ট্রাম্প একজন গ্রহণযোগ্য প্রার্থী। এছাড়া ইতোমধ্যেই গুজব ছড়িয়েছে যে, আরকানসাস অঙ্গরাজ্যের গবর্নর মাইক হাকাবিও ট্রাম্পের দলে যোগ দিচ্ছেন। হাকাবি ২০০৮ ও ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। অবৈধ শ্রমিকদের বিতাড়িত করা এবং মুসলিমদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা বলে ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন ট্রাম্প। এরপরও প্রাইমারিতে টানা তিন অঙ্গরাজ্যে জয় তার জনপ্রিয়তার ইঙ্গিতই দিচ্ছে। তিনি নিউ হ্যাম্পশায়ার, নেভাদা ও সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন। ‘সুপার টুয়েসডে’তে যে অঙ্গরাজ্যগুলোতে ভোট হবে মতামত জরিপে তার ১০টিতেই এগিয়ে আছেন ট্রাম্প।
×