ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্লাটার যুগের অবসান ফিফার নতুন সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো

প্রকাশিত: ০৯:১৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

ব্লাটার যুগের অবসান ফিফার নতুন সভাপতি  জিয়ান্নি ইনফ্যান্টিনো

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে আনুষ্ঠানিকভাবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় (ফিফা) সেপ ব্লাটার যুগের অবসান হয়েছে। শুক্রবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে বিশেষ কংগ্রেসে ভোটাভুটি হয়। বিশেষ এই ভোটে ফিফার নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উয়েফার মহাসচিব সুইজারল্যান্ডের জিয়ান্নি ইনফ্যান্টিনো। সর্বোচ্চ ১১৫ ভোট পেয়ে সভাপতি হয়েছেন ইনফ্যান্টিনো। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাহরাইন রাজপরিবারের সদস্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা পেয়েছেন ৮৮ ভোট। পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও ভোটাভুটির আগ মুহূর্তে নিজেকে সরিয়ে নেন দক্ষিণ আফ্রিকার ধনাঢ্য ব্যবসায়ী টোকিও সেক্সওয়েল। ফলে চারজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। তবে আগে থেকেই ধারণা করা হয়েছিল মূল লড়াই হবে মূলত শেখ সালমান ও ইনফ্যান্টিনোর মধ্যে। শেষ পর্যন্ত তাই হয়েছে। প্রথম দফা ভোটাভুটিতে ইনফ্যান্টিনো ৮৮, শেখ সালমান ৮৫, জর্ডানের রাজপরিবারের সদস্য প্রিন্স আলী বিন আল-হুসেইন ২৭ ও ফিফার সাবেক উপমহাসচিব, ফ্রান্সের কূটনীতিবিদ জেরোম শ্যাম্পেন পান ৭ ভোট। ফিফার ২০৯ সদস্যের মধ্যে ২০৭টি দেশের প্রতিনিধিরা গোপন ভোট প্রয়োগ করেন। সাময়িক নিষেধাজ্ঞার কারণে ভোট দিতে পারেনি কুয়েত ও ইন্দোনেশিয়া। প্রথম রাউন্ডের ভোটে যদি কোন প্রার্থী দুই-তৃতীয়াংশ বা ১৩৮ ভোট পায়, তবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু কালকের নির্বাচনে কোন প্রার্থীই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় রাউন্ডের ভোটগ্রহণ হয়। এখানে এগিয়ে থেকে প্রথমবারের মতো ফিফার মসনদে বসেছেন ৪৫ বছর বয়সী ইনফ্যান্টিনো। বিশেষ এই নির্বাচনের মধ্য দিয়ে ফিফায় ১৮ বছরের রাজত্বের অবসান হলো ব্লাটারের। সুইস এই ব্যক্তি এবং তাদের অনুসারীরাই বিশেষ এই নির্বাচনের দিন নির্ধারণ করেছিলেন। অথচ এখানে ব্লাটার কিংবা মিশেল প্লাতিনি কেউই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি নিষেধাজ্ঞার কারণে। ব্লাটারের গড়া রাজ্যসভার আসনগুলোতে এখন বসছেন সম্পূর্ণই ভিন্ন মানুষেরা। নির্বাচনের মাধ্যমে ঘটে গেল ব্লাটার সাম্রাজ্যের পতন। ১৯৯৮ থেকে টানা ফিফা সভাপতি হিসেবে আসীন ছিলেন তিনি। সাম্রাজ্য হাতছাড়া হওয়ার পাশাপাশি সভাপতি হিসেবে এতদিন যে সুযোগ-সুবিধা পাচ্ছিলেন সেটাও হারাতে চলেছেন ব্লাটার। সূত্র জানিয়েছে, শীঘ্রই ফিফার এ্যাপার্টমেন্ট ছাড়তে হবে এই সুইসকে। আর নবনির্বাচিত সভাপতি ইনফ্যান্টিনো বলেছেন, তার প্রথম কাজই হবে ফিফার হারানো ইমেজ ফিরিয়ে আনা।
×