ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে প্রাচীন বৌদ্ধ মন্দির ঘিরে আজ নানা আয়োজন

প্রকাশিত: ০৮:৪৩, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

মুন্সীগঞ্জে প্রাচীন বৌদ্ধ  মন্দির ঘিরে আজ  নানা আয়োজন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ বিক্রমপুরের টঙ্গীবাড়ি উপজেলার নাটেশ্বরে আবিষ্কৃত হাজার বছরের প্রাচীন বৌদ্ধ মন্দির ঘিরে নানা আয়োজন আজ শনিবার। বাংলাদেশ ও চীন যৌথভাবে এই খনন কাজ করছে। পর্যটকমন্ত্রী রাশেদ খান মেনন, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর, স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি ও চীনা রাষ্ট্রদূত মিং কিয়াং আসছেন। সঙ্গে থাকছেন আয়োজক সংগঠন অগ্রসর বিক্রমপুরের প্রতিষ্ঠাতা নূহ আলম লেনিন, ঐতিহ্য অন্বেষণের অধ্যাপক সুফী মুস্তাফিজুর রহমান। অতীশ দীপঙ্করের জন্মভিটার কাছাকাছি এই প্রাচীন সভ্যতা পর্যটকদের হাতছানি দিচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি সদ্য আবিষ্কৃত এই বৌদ্ধ নগরীর পাশেই নাটক মঞ্চায়ন করবে। ঢাকার নাট্যধারা ‘অতীশ দিঙ্কর সপর্যা’ নামে নাটকটি সন্ধ্যা ছয়টায় মঞ্চস্থ হবে। নির্দেশনা দিচ্ছেন অলক বসু। জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল জানান, নাটেশ্বরকে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান করার ক্ষেত্রে এই আয়োজনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশে থাকছে চীন সরকারও । প্রতœতাত্ত্বিকরা বলছেন, রাজধানী ঢাকার কাছে নাটেশ্বরে মাটি খনন করে যে বিশাল মন্দির কমপ্লেক্সের সন্ধান পেয়েছেন তারা বিশ্ব ঐতিহ্যের অংশ। গত দু’বছর এখানে বাংলাদেশ ও চীনের প্রতœতাত্ত্বিকরা যৌথভাবে খনন কাজ পরিচালনা ও গবেষণা করছেন। খননকার্যের নেতৃত্বে থাকা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রতœতাত্ত্বিক বিভাগের অধ্যাপক ড. সুফি মুস্তাফিজুর রহমান বলছেন, সবশেষে পাওয়া মন্দির কমপ্লেক্সটির চারদিকে চারটি বড় হলঘর রয়েছে। এসব হলঘরে রয়েছে প্রায় স্তূপ ধরনের ১৬টি পিলার। আর মাঝে রয়েছে মূল মন্দিরের অংশবিশেষ। তিনি জানান, মন্দির কমপ্লেক্স থেকে প্রাপ্ত উপকরণ যুক্তরাষ্ট্রের বেটা ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সব পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা নিশ্চিত হয়েছেন যে, এসব স্থাপনা হাজার বছরের প্রাচীন। অর্থাৎ প্রাপ্ত কাঠ-কয়লায় পরীক্ষা করে দেখা গেছে এখানকার এই প্রতœস্থানে দুটি পর্যায়ের মানব বসতি ছিল। প্রথম পর্যায় ৭৮০-৯৫০ খ্রিস্টাব্দ এবং দ্বিতীয় পর্যায় ৯৫০-১২২৩ খ্রিস্টাব্দে।
×