ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কবিতা

প্রকাশিত: ০৬:০১, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

কবিতা

মায়ের ভাষা বাবুল তালুকদার মায়ের ভাষা মধুর ভাষা এই ভাষাতে কথা বলি মায়ের ভাষায় গানটি গেয়ে মুক্ত মনে হেঁটে চলি। স্বাধীন দেশের স্বাধীন মানুষ দেশকে ভালোবেসে বাঁচে সুখ শান্তি বাংলাদেশে জাতির পিতার ছবি আছে বাংলা আমার সোনার স্বদেশ দুঃখ-সুখের গল্প গাথা দিনের শেষে ঘুমাই সুখে জড়িয়ে গায়ে নকশিকাঁথা ফেব্রুয়ারির গল্প সঞ্জয় সরকার হলুদ গাঁদা, রক্ত গোলাপ সবুজ পাতায় মোড়ে খোকা যাচ্ছে শহীদ মিনার সূর্য ওঠা ভোরে। সবার সঙ্গে হাঁটছে খোকা খালি পায়ে, ধীরে সারি সারি প্রভাতফেরিÑ হাজার লোকের ভিড়ে। একে একে হাজার ফুলে যাচ্ছে মিনার ঢেকে ফেব্রুয়ারির গল্পটা আজ বাস্তবে সে দেখে। অনেক ত্যাগের বিনিময়ে ইমরান পরশ বায়ান্নর ফেব্রুয়ারি বাংলা ফাগুন মাসে একুশ তারিখ হয় যে লেখা দেশের ইতিহাসে। রফিক-শফিক-বরকতেরা এমনই একদিনে রক্ত ঢেলে বাংলাভাষা আনলো তারা কিনে। বুকের পাঁজর উজাড় করে রাখল ভাষার মান আমরা যে তাই স্মরণ করি তাদের অবদান। মনের কোণে জমানো যে লক্ষ মনের আশা অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এই ভাষা। মায়ার ভাষা গোলাম নবী পান্না আশা নিয়ে ভাষার জন্য লড়াই করা বাংলা ভাষা পেয়েই তবে বড়াই করা। রক্তস্রোতের বন্যা যখন ভাসলো দেশে ভাষা তখন সে পথ ধরে আসলো দেশে। সেই থেকে এই বীরের জাতি আশা নিয়ে কথা বলার সাহস পেলো ভাষা নিয়ে। বাংলা ভাষা বাঙালিদের মায়ার ভাষা আগলে রাখা শহীদ স্মৃতির ছায়ার ভাষা। বাংলা সুরে জুলফিকার আলী বুকের তাজা রক্ত দিলো পাকিদের গুলিতে, অ আ বর্ণমালা এলো মায়েরই ঝুলিতে। একুশ তারিখ প্রাণ বিলিয়ে আন্দোলনে সফল, বাংলা সুরে বাঙালিদের বাংলা ভাষা দখল। এই ভাষাতে বলতে কথা মিষ্টি যেমন লাগে, ত্যাগটা দেখে এই দুনিয়ায় দৃষ্টি সবার জাগে।
×